ATK Mohun Bagan: নিজেদের ফেবারিট মানতে নারাজ : হুয়ান ফেরান্দো

বৃহস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) ম্যাচ, প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি।ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে সতর্ক সবুজ…

ATK Mohun Bagan coach Juan Ferrando

বৃহস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) ম্যাচ, প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি।ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে সতর্ক সবুজ মেরুন শিবিরের হেডকোচ হুয়ান ফেরান্দো। ডার্বি ম্যাচ এবং নিজেদের শেষ ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১০ জনের মেরিনার্স ক্যাম্প যেভাবে বাউন্সব্যাক করে গোল শোধ করেছে ২-২ স্কোরশিটে তাতে করে হাইল্যান্ডারদের বিরুদ্ধে ম্যাচে তারাই ফেবারিট।

ঠিক এই জায়গাতেই হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন সম্পূর্ণ আলাদা।ISL টাইটেলশিপে সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ফুটবল মহল তাদের ফেবারিট হিসেবে দেখছে। কিন্তু ফুটবল মহলের এমন দৃষ্টিভঙ্গি মানতে নারাজ স্প্যানিশ কোচ ফেরান্দো। নর্থইস্ট ইউনাইটেড এফসি ISL টুর্নামেন্টে নিজেদের ৫ ম্যাচ হেরেছে, এখনও জয়ের মুখ দেখেনি।

   

নর্থইস্ট ইউনাইটেড এফসি দলে বেশকিছু ভারতীয় ফুটবলারের পাশাপাশি বিদেশী খেলোয়াড় রয়েছে।  দলের ভারতীয় ফুটবলারেরা ৫ ম্যাচে বল গড়িয়ে যাওয়ার পরেও এখনও নিজেদের ছন্দে আসতে পারেনি নর্থইস্ট। বৃ্হস্পতিবারের ম্যাচে তাই নর্থইস্টের ভারতীয় স্কোয়াড ফর্মে ফিরে আসতে চাইবে,এরই সঙ্গে যেকোনো ভাবে ATKমোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে জয় কিংবা ড্র করতে চাইবে।কেননা তিন পয়েন্ট অথবা এক পয়েন্ট পেলেই ISL টুর্নামেন্টে আইল্যান্ডারদের পারফরম্যান্সের ধার বেড়ে যাবে।

টানা ৫ ম্যাচ হেরে নতুন করে হারানোর কিছু নেই হাইল্যান্ডারদের। তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দল হুঠ করে ATK মোহনবাগানের বিরুদ্ধে জয়সূচক পারফরম্যান্স করে দেখালে অবাক হওয়ার কিছু নেই। তাই এই ধরনের টিমকে কখনই হাল্কাভাবে নেওয়া উচিত নয় এমনটা মনে করে হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন হল, প্রতিপক্ষকে হাল্কাভাবে নিলে ওই ভুলের চরম মাশুল দিতে হতে পারে। তাই এই ম্যাচ হাড্ডাহাডি এবং কঠিন হতে চলেছে তা ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর কথায় পরিষ্কার।