কামিন্সকে পিছনে ফেলে বিরাট অর্থের বিনিময়ে এই ভারতীয়কে চায় সবুজ-মেরুন, কে এই তারকা?

এবারের ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় লেগ থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে দলের ফুটবলাররা।

Akash Mishra - Rising Indian Footballer

এবারের ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় লেগ থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে দলের ফুটবলাররা। যারফলে, আদ্রিয়ান লুনার কেরালা থেকে শুরু করে ইস্টবেঙ্গল, ওডিশা ও হায়দরাবাদের মতো দল গুলিকে হেলায় হারিয়ে লিগের ফাইনালে ওঠে মোহনবাগান। সেখানে বেঙ্গালুরু এফসি কে পরাজিত করে কাপ জয়। সেই নেশা এখনো কাটেনি সমর্থকদের মধ্যে। মার্চ পেরিয়ে এপ্রিলের অনেকটা সময় এগিয়ে গেলেও এখনো শহরের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে সবুজ-মেরুনের ভারতসেরা হওয়ার বিজয় উৎসব।

তবে সুপার কাপ জিতে এফসি কাপের ছাড়পত্র পাওয়ার স্বপ্ন থাকলেও গত ম্যাচে জামশেদপুরের কাছে নাস্তানাবুদ হয়ে সেই আশা পুরোপুরি নিরাশায় পরিনত হয়েছে হুয়ান ফেরেন্দোর। এখনো আগামী মরশুমের দিকেই নজর দিতে চান তিনি। সেইমতো এখন থেকেই নিজেদের ঘর আরও মজবুত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে এটিকে ম্যানেজমেন্ট।

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, অজি ফরোয়ার্ড জেসন কামিন্সকে নাকি বড় অঙ্কের চুক্তিতে দলে আনতে চায় এটিকে মোহনবাগান। যদিও সেই নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি ক্লাব কতৃপক্ষের তরফ থেকে। তবে এবার শোনা যাচ্ছে, হায়দরাবাদ এফসির এক তরুন ডিফেন্ডার কে দলে আনতে নাকি মরিয়া এটিকে মোহনবাগান।

Akash Mishra - Young Indian Footballer in Action

তিনি আকাশ মিশ্রা। এবারের আইএসএলে যথেষ্ট দায়িত্বের সাথে হায়দরাবাদের রক্ষন সামলে ছিলেন তিনি। এবার নাকি ১৫ কোটি টাকার বিনিময়ে তাকে সবুজ-মেরুন জার্সি পড়াতে মরিয়া সঞ্জীব গোয়েঙ্কার দল। শুনতে অবাক লাগলেও এমনটাই মনে করা হচ্ছে। এক্ষেত্রে নাকি মোট ৪ বছরের চুক্তিতে তাকে আনতে চাইছে দল। প্রতি বছর তিনি পাবেন প্রায় ৩ কোটি টাকা। তাহলে দাঁড়ায় মোট ১২ কোটি। পাশাপাশি ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দেওয়া হবে হায়দরাবাদ কে। যা এক কথায় অবিশ্বাস্য। উল্লেখ্য, গত কয়েক মরশুম ধরেই তাকে দলে নেওয়ার চেষ্টা গিয়েছে এটিকে মোহনবাগান। তবে প্রতিবার হাত থেকে ফঁসকে গিয়েছেন তিনি। কিন্তু এবার এই ভারতীয় লেফট ব্যাক কে চূড়ান্ত করতে মরিয়া সবুজ-মেরুন।