শনিবার, মহাষষ্ঠীর সকালে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) ২০২২-২৩ মরসুমের তিন ফুটবলার দীপক টাংড়ি, লিস্টন কোলাসো এবং মনবীর সিং’র সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে বড় ঘোষণা করলো।
সকালে টুইট করে ATK মোহনবাগান। টুইটে বলা হয়েছে,” এখানেই থাকতে হবে! 💚♥️
লিস্টন কোলাকো, মনভীর সিং এবং দীপক ট্যাংরি সকলেই তাদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে 📝✅
#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন ” প্রসঙ্গত,২০২৬ পর্যন্ত টাংড়ি, ২০২৭ লিস্টন কোলাসো এবং মনবীর ২০২৭ সাল পর্যন্ত ATK মোহনবাগানে নিজেদের চুক্তির মেয়াদপত্রে সই করেছে।স্বভাবতই এই খবরে খুশি সবুজ মেরুন জনতা।
উল্লেখ্য যে, ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হতে কয়েকদিন বাকি।হাতে গোনা কয়েক দিন হাতে আছে হুয়ান ফেরান্দোর হাতে। এর মধ্যেই ইনজুরি প্লেয়ার দীপক টাংড়ি যার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে সেই কোলাসোকে ম্যাচ ফিট করে তুলতে হবে। এই ইস্যুতে বাগান সার্পোট স্টাফরা আদা জল খেয়ে নেমে পড়েছে। ISL টুর্নামেন্ট শুরু ৭ অক্টোবর আর ATK মোহনবাগানের প্রথম খেলা ১০ অক্টোবর, যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নায়েন এফসির বিরুদ্ধে।