ATK Mohun Bagan: মেসির বিরুদ্ধে খেলা স্ট্রাইকারকে দলে নিতে আগ্রহী মোহনবাগান

আগামী জানুয়ারি মাসের শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দলের গোলের খড়া মেটাতে বদ্ধপরিকর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চলতি মরশুমে প্রকৃত গোল করিয়ের অভাব মারাত্মক ভাবে ভোগাচ্ছে…

Sail Academy Durgapur

আগামী জানুয়ারি মাসের শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দলের গোলের খড়া মেটাতে বদ্ধপরিকর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চলতি মরশুমে প্রকৃত গোল করিয়ের অভাব মারাত্মক ভাবে ভোগাচ্ছে সবুজ মেরূন ব্রিগেডকে। তাই কোচ জুয়ান ফেরান্দোর লক্ষ‍্যে শীতকালীন দলবদলের বাজার থেকে একজন প্রকৃত স্ট্রাইকার কে তুলে নেওয়া।

দলবদলের বাজার থেকে একজন প্রপার বক্স স্ট্রাইকার কে তুলে নিতে চলেছে এটিকে মোহনবাগান,এমনটাই শোনা যাচ্ছে। এবং এক্ষেত্রে পাঁচ জনকে শর্ট লিস্টেড করে রেখেছে সবুজ মেরূন শিবির। এনাদের মধ্যে রয়েছে কাতার বিশ্বকাপে খেলা ফুটবলার, এবং একজন হাইপ্রোফাইল নাইজেরিয়ার স্ট্রাইকার।
সম্প্রতি কেরালার একটি ফুটবল ফ‍্যানবেসের তরফে ট‍্যুইট করে জানানো হয়েছিল এটিকে মোহনবাগান আগ্রহ প্রকাশ করেছে ৩২ বছর বয়সী প্রাক্তন নর্থ ইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসির জামাইকান স্ট্রাইকার ডেশন ব্রাউনকে দলে নেওয়ার ব‍্যাপারে।

ডেশন ব্রাউন তার চমৎকার ফুটবলার প্রদর্শনীর মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছিলেন সকল ফুটবল প্রেমীদের মনে।হিরো ইন্ডিয়ান সুপার লিগে ৪২ টা ম‍্যাচ খেলেছিলেন ব্রাউন, সেখানে গোল করেছিলেন ১৯ টা,অ্যাসিস্ট ৩ টে।

ব্রাউন শেষ খেলেছিলো আমেরিকার দ্বিতীয় ডিভিশনের ক্লাব স‍্যাক্রামেন্টো এফসিতে। তবে সেই ক্লাবের হয়ে তেমন নজরকাড়া ফুটবল খেলতে পারেননি তিনি। অবশ্য এব‍্যাপারে পোড় খাওয়া সাংবাদিক মারকাস মারগুলোওর কাছে জানতে চাওয়া হলে তিনি সাফ জানান ব্রাউন এলে অবাক হবেন তিনি।
তবে যুক্তি বিচার করলে একটি বিষয় স্পষ্ট, এইমুহুর্তে ব্রাউনকে দলে নেওয়ার কোনও মানে থাকতে পারেনা। কারণ কোনও ফর্মে থাকা ফুটবলার কেই দলে নিতে চাইবে সবুজ মেরুন ব্রিগেড।