Indian Army: উত্তর সিকিমে খাদে পড়ে ১৬ জন সেনার মৃত্যু

শুক্রবার বিরাট দুর্ঘটনা সিকিমে। খাদে পড়ে ১৬ জন সেনার (Indian Army) মৃত্যুর খবর মিলেছে। চার জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে তিন জন…

Indian Army vehicle accident

শুক্রবার বিরাট দুর্ঘটনা সিকিমে। খাদে পড়ে ১৬ জন সেনার (Indian Army) মৃত্যুর খবর মিলেছে। চার জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে তিন জন অফিসার ছিলেন বলেও খবর। আহতদের উত্তরবঙ্গ হাসপাতালে এয়ারলিফট করে নিয়ে আসা হচ্ছে।

সূত্রের খবর, শুক্রবার সকাল ৮ টা নাগাদ লাচেন থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে জিমা ৩ তে ঘটে দুর্ঘটনা। যা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১৩০ কিলোমিটার দূরে। জানা গেছে, ২০ জনকে নিয়ে ছাঙ্গু সীমান্তের দিকে রওনা দিয়েছিল সেনাবোঝাই গাড়িটি। কিন্তু জিমা ৩ এর কাছে বিপদ ঘটে। গাড়িটি খাদে পড়ে যায়।

   

ঘটনার পরেই শুরু হয়ে উদ্ধার কাজ। জানা গেছে, নিহতদের দেহ গ্যাংটকে সরকার পরিচালিত এসটিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর দেহগুলি সেনাদের হাতে তুলে দেওয়া হবে।

ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রি রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় সেনাদের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করেছেন তিনি।