ATK Mohun Bagan : বার্সেলোনা, ম্যানচেস্টার সিটিতে খেলা ফরোয়ার্ড আসছেন বাগানে! জানুন সত্যিটা

দিয়েগো কোস্তার পর আরও এক হাই-প্রোফাইল ফুটবলারকে কেন্দ্র করে আলোচনার পারদ চড়েছে। শোনা যাচ্ছে নোলিতো নাকি এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) আসছেন! স্বভবতই প্রশ্ন…

দিয়েগো কোস্তার পর আরও এক হাই-প্রোফাইল ফুটবলারকে কেন্দ্র করে আলোচনার পারদ চড়েছে। শোনা যাচ্ছে নোলিতো নাকি এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) আসছেন! স্বভবতই প্রশ্ন উঠেছে এই জল্পনার সত্যতা নিয়ে। 

আন্তর্জাতিক ফুটবলে নোলিতো প্রতিষ্ঠিত এক নাম। স্পেনের সিনিয়র জাতীয় দলে বেশ কিছু ম্যাচ খেলেছেন। ১৬ ম্যাচে ছয়টি গোল রয়েছে তাঁর নামের পাশে। দীর্ঘ ক্লাব কেরিয়ারে বার্সেলোনা, বেনফিকা, সেলটা, ম্যানচেস্টার সিটি, সেভিয়ার মতো নামকরা ক্লাবে খেলেছেন এবং গোল করেছেন।

২০০৮ থেকে বার্সেলোনার সঙ্গে যুক্ত ছিলেন। বি দলের হয়ে খেলেছিলেন একশোর বেশি ম্যাচ। গোলও করেছেন অনেক। সিনিয়র দলে হাতেগোনা ম্যাচে নেমেছিলেন। সেল্টার হয়ে দেড়শোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ম্যানচেস্টার সিটির হয়ে ১৯ ম্যাচে করেছিলেন চার গোল।

উইংয়ের পাশাপাশি ফরোয়ার্ড পজিশনেও খেলতে দক্ষ। বয়স ৩৫ হলেও এখনও সমীহ করার মতো ফুটবল খেলেন নোলিতো। তবে তাঁকে নিয়ে যে জল্পনা চলছে সেটা হয়তো সত্যি নয়। অর্থাৎ, এই তারকা হয়তো এটিকে মোহন বাগান কিংবা ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাবে সই করছেন না।