Bankura: পরিবেশকর্মীদের আর্জি নাকচ হাইকোর্টে, গন্ধেশ্বরীর চরেই হবে মমতার সভা

আবেদন নাকচ। প্রকৃতিপ্রেমীরা হতাশ। উচ্ছসিত তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ায় গন্ধেশ্বরীর চরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) জনসভার উপর স্থগিতাদেশের আর্জি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। ফলে নদীর…

Gandheswari river

আবেদন নাকচ। প্রকৃতিপ্রেমীরা হতাশ। উচ্ছসিত তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ায় গন্ধেশ্বরীর চরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) জনসভার উপর স্থগিতাদেশের আর্জি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। ফলে নদীর চরেই হবে সভা।  আগামী ১ জুন সেই সভার প্রস্তুতি চলছে জোর কদমে। বাঁকুড়া জেলা তৃ়ণমূল কংগ্রেস উচ্ছসিত। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জেলা প্রশাসনেও ব্যস্ততা তুঙ্গে।

গন্ধেশ্বরী নদীর চরে সভা করা হলে প্রাকৃতিক পরিবেশের উপর আঘাত হবে। নদীর খাতে সভামঞ্চের জন্য খোঁড়াখুঁড়ি নদীর গতিপথের পক্ষে সমস্যা হবে। এমনই মর্মে বিজ্ঞানমঞ্চ ও গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির তরফে হাইকোর্টে জনসভা স্থগিতের আবেদন খারিজ হলো।

গন্ধেশ্বরী নদীর চরে মুখ্যমন্ত্রীর জনসভার জন্য মাটি কেটে জায়গা চওড়া করা হচ্ছে। পরিবেশকর্মীদের অভিযোগ,নদীর জমিতে বাঁশের স্ট্রাকচার করলে নদীর ক্ষতি হবে।

তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়, যেখানে সভা হচ্ছে সেটি ব্যক্তিগত মালিকানাধীন জমি। নদীর পারের সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে।নদী এখন শুকনে। বিরোধীরা নিছক রাজনৈতিক উদ্দেশে এই মামলা করেছে।