IPL 2024: কেকেআর-এর ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করল গুজরাট

IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফের জয়ের সরণিতে ফিরল গুজরাট টাইটানস। রবিবারের ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেল শুভমন গিলের দল। এখন কলকাতা নাইট রাইডার্স ও…

Gujarat Titans Sunrisers Hyderabad

IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফের জয়ের সরণিতে ফিরল গুজরাট টাইটানস। রবিবারের ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেল শুভমন গিলের দল। এখন কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানসের সংগ্রহে সম সংখ্যক পয়েন্ট।

তিনটি করে ম্যাচ খেলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানস। হায়দরাবাদ জিতেছে একটি ম্যাচ, হেরেছে দুটি। গুজরাট জিতেছে দুটি করে ম্যাচ, একটিতে পরাজিত। রবিবারের প্রথম ম্যাচের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ পয়েন্ট টেবিলে চারটি দলের নামের পাশে ৪ পয়েন্ট করে রয়েছে। পয়েন্ট তালিকায় সবার ওপরে চেন্নাই সুপার কিংস। পেয়েছে ৪ পয়েন্ট, নেট রান রেট +১.৯৭৯। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্সেরও চার পয়েন্ট, নেট রান রেট +১.০৪৭। একই সংখ্যক পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানস।

আজ গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন সাই সুদর্শন। ৪টি চার ও একটি ৬ মেরেছেন। এছাড়া ডেভিড মিলার অপরাজিত ৪৪ রান করেছেন। মিলার তার ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া অধিনায়ক শুভমান গিল ২৮ বলে ৩৬ রান করেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং করার সময় শাহবাজ, প্যাট কামিন্স ও মায়াঙ্ক ১টি কত্র উইকেট নিয়েছেন।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে সানরাইজার্স। হায়দরাবাদের হয়ে ২৯ রান তোলেন অভিষেক শর্মা ও আব্দুল সামাদ। এছাড়া হেনরিখ ক্লাসেন ২৪ ও শাহবাজ ২২ রান করেন।

গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মোহিত শর্মা। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মোহিত। এছাড়া রশিদ খান, উমরজাই, উমেশ ও নূর আহমেদ ১টি করে উইকেট নেন।