Mohun Bagan: এটিকে পিছু ছাড়ছে না মোহনবাগানের, বিশেষ ঘোষণা করল আইএফএ

গত মরশুমে হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তারপর সেই শুভ মুহুর্তেই সমর্থকদের জন্য বিশেষ ঘোষণা করেছিলেন এটিকে মোহনবাগান দলের কর্নধার সঞ্জীব…

Remove ATK slogan during Mohun Bagan hockey match

গত মরশুমে হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তারপর সেই শুভ মুহুর্তেই সমর্থকদের জন্য বিশেষ ঘোষণা করেছিলেন এটিকে মোহনবাগান দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই অনুযায়ী আগামী মরশুম অর্থাৎ এই আসন্ন মরশুম থেকে আর এটিকে মোহনবাগান নয়, বরং মোহনবাগান সুপারজায়ান্টস হিসেবে বিবেচিত হবে সবুজ-মেরুন ব্রিগেড। মুহুর্তের মধ্যেই তার এই ঘোষণা ছড়িয়ে পড়ে আপামর মোহনবাগান সমর্থকদের মধ্যে।

যারফলে, সেই রাত সমর্থকদের কাছে হয়ে ওঠে স্বপ্নপূরণের রাত। একটা সময় এই এটিকে নামটি নিয়ে বহু সমালোচনা দেখা দিয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। পরবর্তীতে সবুজ-মেরুন সমর্থকদের একটা বিরাট অংশ “রিমুভ এটিকে” স্লোগান দিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করার পাশাপাশি নেট মাধ্যমে প্রতিবাদের ঝড় বয়ে গেলেও কোনো সুরাহা মিলছিল না। অবশেষে এটিকে উঠে যাওয়ার ঘোষণা হতেই যেন বহু দিনের লড়াইয়ে নিজেদের জয় খুঁজে পেয়েছিল পালতোলা নৌকা ব্রিগেড।

IFA's Special Announcement: ATK Stays Committed to Mohun Bagan

কিন্তু এটিকে যেনো কিছুতেই পিছু ছাড়ছে না মোহনবাগানের। চলতি মাসের প্রথম দিন থেকেই এটিকে মোহনবাগানের বদলে মোহনবাগান সুপারজায়ান্টস হিসেবে গন্য হয়ে আসছে সবুজ-মেরুন ব্রিগেড। সেইমতো বদলে ফেলা হয়েছে দলের ট্যুইটার হ্যান্ডেলের নাম ও ছবি। কিন্তু বদলায়নি আইএফএ’র তরফ থেকে। আজ ঘন্টাকয়েক আগেই এই সংস্থার তরফ থেকে জারি করা হয়েছে আসন্ন প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ বিন্যাস। সেখানে অন্যান্য দলগুলোর নাম অক্ষত থাকলেও এখনো পর্যন্ত এটিকে মোহনবাগান হিসেবেই বিবেচিত ইস্টবেঙ্গলের পড়শি ক্লাব। যা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছে আপামর সবুজ-মেরুন জনতা।

এই প্রসঙ্গে কিছুক্ষণ আগেই বিশেষ বিবৃতি জারি করা হয় আইএফএ’র তরফ থেকে। তাদের বক্তব্য, এখনো পর্যন্ত এই ফুটবল সংস্থার নথিতে এটিকে মোহনবাগান নাম চূড়ান্ত থাকায় এটি ব্যবহার করা হয়েছে তাদের তরফে। পরবর্তীতে এই নাম পরিবর্তন সংক্রান্ত বিষয় সম্পূর্ণ নথি তাদের দফতরে জমা পড়লে নতুন নাম ব্যবহার করা হবে। পাশাপাশি এটিকে মোহনবাগান নামটি ব্যবহার করে বর্তমান সময়ে তারা যে কোনো ভুল কাজ করেনি তাও পরিষ্কার বলে দেওয়া হয়।