Thursday, November 30, 2023
HomeSports NewsMohun Bagan: জাতীয় দলে আর ডাক পেলেন না বাগানের দুই বিদেশি

Mohun Bagan: জাতীয় দলে আর ডাক পেলেন না বাগানের দুই বিদেশি

ইন্ডিয়ান সুপার লীগ খেলতে এসে অবনতি? জাতীয় শিবিরের (National Team) জন্য আর ডাক পেলেন না মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের দুই বিদেশি ফুটবলার। যার মধ্যে একজনকে ক্লাব রেকর্ড অর্থের বিনিময়ে সই করিয়েছে বলে শোনা যায়। জাতীয় শিবির থেকে দুই ফুটবলারের ডাক না পাওয়ার খবর সবুজ সবুজ মেরুন সমর্থকদের জন্য খুব একটা সুখকর নয়।

   

সম্প্রতি জানা গিয়েছে, আসন্ন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য দল সাজিয়েছে অস্ট্রেলিয়া ও আলবেনিয়া। জেসন কামিন্স ও আর্মান্ডো সাদিকু জাতীয় দলের আসন্ন ম্যাচের জন্য ডাক পাননি। আগে দুই ফুটবলারই নিজ নিজ দেশের স্কোয়াডে এক প্রকার নিয়মিত সদস্য ছিলেন। ইন্ডিয়ান সুপার লীগ কি তাদের এই অবনতি কিংবা জাতীয় দলের স্কোয়াডে ডাক না পাওয়ার কারণ? ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে উঠছে এই প্রশ্ন।

জেসন কামিন্স অস্ট্রেলিয়ার কাতার বিশ্বকাপ দলের সঙ্গে যুক্ত ছিলেন। খেলেছেন অস্ট্রেলিয়ার প্রথম সারির লীগে। প্রচুর গোল করেছেন এ লীগে। সেখান থেকে তাকে ভারতে এসেছে মোহন বাগান সুপার জায়ান্ট। এখানে এসেও বেশ কিছু গোল করেছেন ও করিয়েছেন জেসন। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।

অন্য দিকে বাগানের প্রথম একাদশে অনিয়মিত আলবেনিয়ার আর্মান্ডো সাদিকু। জেসনের মতো তিনিও ইন্ডিয়ান সুপার লীগে এই প্রথম খেলছেন। শুরুর দিকে তাকে নিয়ে প্রত্যাশার যে পারদ চড়িছিল সেটা এখন অনেকটা কম। ফর্মে নেই। গোল করলেও হয়তো কেরিয়ারের সেরা সময় পেরিয়ে এসেছেন সাদিকু।

Latest News