ক্লাবের নতুন অনূর্ধ্ব-২১ প্রধান কোচ হিসেবে জোসেপ গোম্বাউকে (Josep Gombau) নিয়োগ করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব অ্যাস্টন ভিলা (Aston Villa)। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের কথা ক্লাব নিশ্চিত করেছে। জোসেপ গোম্বাউ ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব ওড়িশা এফসি ও দিল্লি ডায়নামসে কোচিং করিয়েছিলেন।
এর আগে হংকং, অস্ট্রেলিয়া, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোতে দায়িত্ব পালন করার পাশাপাশি অস্ট্রেলিয়ান অলিম্পিক দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন জোসেপ গোম্বাউ। তিনি বার্সেলোনার যুব অ্যাকাডেমি লা মাসিয়াতেও দায়িত্বে পালন করেছেন এক সময়।
🚨 | OFFICIAL ✅ : Former Odisha FC & Delhi Dynamos head coach Josep Gombau has been appointed as the coach of U21 team of English Premier League club Aston Villa. 👏🏻🔥 #IndianFootball pic.twitter.com/UrjqV6J7ZM
— 90ndstoppage (@90ndstoppage) January 12, 2024
এদিকে ভিলায় উনাই এমেরির প্রভাবের প্রশংসা করেছেন রাইট ব্যাক ম্যাটি ক্যাশ। ক্যাশ বলেন, ‘ কোচ ব্যক্তিগতভাবে আমাকে প্রচুর সাহায্য করছেন এবং আমি মনে করি সে দলের জন্য যা করছেন এবং যে তথ্য ও বিবরণ দিচ্ছেন তা খেলোয়াড়দের সাহায্য করে। আপনি দেখতে পারেন যে আমরা কী ফলাফল পাচ্ছি। আমরা যেভাবে এগোচ্ছি এবং যেভাবে খেলছি এর কৃতিত্ব তার। সবাই নিজের সেরাটা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং প্রক্রিয়া সত্যিই ভাল করে এগোচ্ছে।’
ভারতের দিল্লি ডায়নামোস, যুক্তরাষ্ট্রের কুইন্সবোরো এবং ইন্ডিয়ান সুপার লিগের ওড়িশা সঙ্গে কাজ করার পর ইন্দোনেশিয়ার ক্লাব পার্সেবায়া সুরাবায়াতে কাজ করেছেন ৪৭ বছর বয়সী জোসেপ গোম্বাউকে। চলতি মরসুমে লিগের প্রথম আট ম্যাচের দুটিতে জয় পেয়ে ভিলার অনূর্ধ্ব-২১ দল বর্তমানে প্রিমিয়ার লীগ ২ এর ২২ তম স্থানে রয়েছে।