Abhijit Mal: দুর্ধর্ষ বাঙালি অলরাউন্ডারের উত্থান, বল করে ৩ উইকেট, ব্যাট হাতে ৯১ রান

CAB প্রথম বিভাগ লীগের গ্রুপ ‘বি’ ও ‘সি’র দুই দিনের ম্যাচে অভিজিৎ মালের (Abhijit Mal) ১০ রানে ৩ উইকেট ও ৯১ রানের অনবদ্য পারফরম্যান্স। যার…

Abhijit Mal

CAB প্রথম বিভাগ লীগের গ্রুপ ‘বি’ ও ‘সি’র দুই দিনের ম্যাচে অভিজিৎ মালের (Abhijit Mal) ১০ রানে ৩ উইকেট ও ৯১ রানের অনবদ্য পারফরম্যান্স। যার সুবাদে কুমারটুলি ইন্সটিটিউটকে ৯ উইকেটে হারিয়েছে শ্যামবাজার ক্লাব। প্রথমে ব্যাট করে কুমারটুলি ইনস্টিটিউটের ইনিংস ১৭৫ রানে গুটিয়ে যায়। জবাবে শ্যামবাজার ক্লাব অনায়াসে ১৭৬/১ রান করে ম্যাচ জিতে নেয়।

অন্যান্য ম্যাচে সুমিত মাথুর (১২২), অক্ষয় সাইনির (৮৭) সহায়তায় রাজস্থান ক্লাব কিদারপুর স্পোর্টিং ক্লাবকে ১৪ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে রাজস্থান ক্লাব ৮ উইকেটে ৩৬৯ রান তোলে। তিনটি করে উইকেট নেন অরুন কুমার চৌরাসিয়া ও সাক্ষম শর্মা। জবাবে ব্যাট করতে নেমে ৩৫৫ রানে অলআউট হয়ে যায় কিদারপুর স্পোর্টিং ক্লাব। রোহান রাঠি (৬০) ও বাদল সিং বালিয়ান (৫৯) ব্যাট হাতে মুগ্ধ করেছেন। নসিব আলম ৬৩ রানে ৩ টি এবং এস কে আজহারউদ্দিন ১১৩ রানে ৩ টি উইকেট নেন।

প্রতীক রঞ্জন (৫/৪১) এবং দীপক কুমার মাহাতো (৬৭) এর সাহায্যে কলকাতা পোর্ট ট্রাস্ট ডালহৌসি এসিকে ৫ উইকেটে পরাজিত করে। ডালহৌসি ক্লাব ১৭৮ রানে অল আউট হয়। আজমীর সিং ৭০ রান করেন। জবাবে কলকাতা পোর্ট ট্রাস্ট ১৮১/৫ স্কোর করে। আশিস যাদব ৪১ রানে ৪ উইকেট নেন।

সৌত্রিক দাসের (৫/৩৮) স্পেলে বেলগাছিয়া ইউনাইটেডকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। বেলগাছিয়া ইউনাইটেড ক্লাব ১৪৫ রানে গুটিয়ে যায়। বি অরুণ করেন ৫০ রান। জবাবে জয়জিত জয়সওয়ালের (৫১) ইনিংসে ১৪৮/৩ রান করে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব।