সহকারী কোচের নাম ঘোষণা করল মহামেডান, কে পেলেন দায়িত্ব?

গত ফুটবল সিজনের অন্তিম পর্যায়ে এসে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রাক্তন তারকা তথা কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। বলাবাহুল্য, তার দৌলতে আইলিগের শেষ ম্যাচ গুলিতে…

Alison Kharsyntiew

গত ফুটবল সিজনের অন্তিম পর্যায়ে এসে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রাক্তন তারকা তথা কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। বলাবাহুল্য, তার দৌলতে আইলিগের শেষ ম্যাচ গুলিতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে ময়দানের এই প্রধান। যারফলে, নয়া মরশুমে কলকাতা লিগের অধিকাংশ ক্ষেত্রেই দলের দায়িত্ব সামাল দেন তিনি। পাশাপাশি নয়া আইলিগ মরশুমের জন্য ও দল গঠন করা হতে থাকে তার কথা মতো।

কিন্তু পরবর্তীতে তাকে নিয়ে সমস্যা দেখা দেয় ম্যানেজমেন্টের অন্দরে। আসলে খেলোয়াড় চূড়ান্ত করার মতো বিষয় নিয়ে দেখা দিয়েছিল একাধিক সমস্যা। আসলে, ম্যানেজমেন্টের তরফ থেকে বারংবার হাই প্রোফাইল ফুটবলারদের আনার কথা জানানো হলেও তাতে নাকি রাজি হননি মেহরাজউদ্দিন। যারফলে, ধৈর্যের বাঁধ ভাঙে সকলের।

যারফলে, রাতারাতি কোচের পদ থেকে সরানো হয় তাকে। কয়েকদিন অপেক্ষা করার পর ফের দলে ফিরিয়ে আনা হয় চেরনিশভকে। বলাবাহুল্য, বর্তমানে তার নেতৃত্বেই আইলিগের প্রস্তুতি সারছে কলকাতার এই তৃতীয় প্রধান। গতকালের ম্যাচ সূচী অনুযায়ী টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ নিজেদের ঘরের মাঠেই খেলবে মহামেডান। সেজন্য জোরকদমে অনুশীলন চালাচ্ছে গোটা দল। এসবের মাঝেই নিজেদের নয়া সহকারী কোচের নাম ঘোষণা করল সাদা-কালো শিবির।

সেইমতো এবারের এই আইলিগ মরশুমে মহামেডান দলের সহকারী হিসেবে থাকছেন অ্যালিসন খারসেনটিউ। ঘন্টাকয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে এই কোচের নাম ঘোষণা করে সাদা-কালো ব্রিগেড। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি ফুটবল মরশুমের জন্য দলের দায়িত্বে থাকবেন এই কোচ।