Santosh Trophy: যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে যাওয়ার ‘বিস্ফোরক’ শঙ্কর রায়

সন্তোষ ট্রফির (Santosh Trophy) মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে গত মাসের শেষের দিকেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। সেইমতো…

Shankar Roy

সন্তোষ ট্রফির (Santosh Trophy) মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে গত মাসের শেষের দিকেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। সেইমতো দলের দায়িত্ব পেয়েছেন ময়দানের পরিচিত মুখ রঞ্জন চৌধুরী। বছর চারেক আগেও বাংলার ফুটবল দলের দায়িত্বে ছিলেন তিনি।

তবে সেবার টুর্নামেন্টের ফাইনালে কেরালা দলের কাছে হেরে যেতে হয়েছিল বঙ্গের ছেলেদের। তাছাড়া এই মরশুমে ও ভবানীপুর ফুটবল ক্লাবের হয়ে দায়িত্ব সামলেছেন তিনি। গতবারের মতো এবারও যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে তাদের। তাই ফের এই বাঙালি কোচের হাতে উঠেছে দলের দায়িত্ব।

তারপর গতকাল, ঘোষণা করা হয় গোটা স্কোয়াড। যার মধ্যে রয়েছেন মোট ২২ জন প্রতিভাবান ফুটবলার। যারমধ্যে উল্লেখযোগ্য হলেন, অরিজিৎ বাগুই, শঙ্কর রায়, দেবনাথ মন্ডল, রানা ঘরামী, উজ্বল হালদার, জিতেন মুর্মু, চাকু মান্ডি, শুভ ঘোষ, রাজ বাঁশফোর। উল্লেখ্য, এবছর শঙ্কর রায়ের নেতৃত্বে সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে বাংলা দল। আজ সেই ম্যাচ খেলতে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছে গোটা দল।

তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের অধিনায়ক বলেন, বাংলা দলের জার্সিতে খেলতে নামা মানেই প্রত্যেকটা মুহুর্ত বিশেষ চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে। এবার আমাদের দল যথেষ্ট ভালো হয়েছে। জুনিয়র ও সিনিয়র মিলে আমাদের প্রথম চেষ্টা থাকবে দলকে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করানো। এখন সেটাই প্রধান লক্ষ্য আমাদের।