ISL Triumph: একের পর এক জয়। টানা দুই ম্যাচে ঘরের মাঠে জয় পাওয়ার পর, এবার বাইরের মাঠে ও বাজিমাত মোহনবাগানের। নির্ধারিত সূচী অনুসারে আজ অ্যাওয়ে ম্যাচ খেলতে চেন্নাইয়িন দলের মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলে জয় তুলে নিল মেরিনার্সরা।
গোল পেয়েছেন দিমিত্রি পেট্রতোস, জেসন কামিন্স ও মনবীর সিং। অপরদিকে চেন্নাইয়িন দলের হয়ে একটিমাত্র গোল পান রাফায়েল ক্রিভেলারো। আজকের এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বাগান ব্রিগেড।
উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট প্রভাব বিস্তার করতে শুরু করেছিল মেরিনার্সরা। বিশেষ করে ভারতীয় তারকা সাহাল আবদুল সামাদ নজর কাড়েন সকলের। একের পর এক আক্রমণে চেন্নাইয়িন ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন এই দাপুটে তারকা। যারফলে, ম্যাচের ২২ মিনিটের মাথায় প্রথম গোল তুলে নেন দিমিত্রি পেট্রতোস। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় কলকাতার এই প্রধান। তারপর প্রথমার্ধের একেবারে শেষের দিকে দ্বিতীয় গোল তুলে নেয় বাগান শিবির। গোলদাতা জেসন কামিন্স। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল কলকাতার এই প্রধান।
3 wins in 3, we keep going!
Watch the match LIVE on – https://t.co/X8UlLyI2r2#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/Ct6xTyXix4
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 7, 2023
তবে দ্বিতীয়ার্ধে ফের চাপ বাড়াতে থাকে চেন্নাইয়িন দল। তবে খুব একটা সুবিধা করতে পারেনি এই দল। কিন্তু ৫৫ মিনিটের মাথায় রাফায়েলের করা গোলে ২-১ ব্যবধান চেন্নাইন করলেও, তার ঠিক কিছুক্ষন পরেই সাহালের বল থেকে গোল করে বাগানের ব্যবধান বাড়ান মনবীর সিং। নির্ধারিত সময়ের শেষে সেই ব্যবধানেই জয় পায় গতবারের আইএসএল জয়ীরা।