Monday, December 8, 2025
HomeSports NewsAsim Biswas: আইএসএলের আগে মোহনবাগান দল গুছিয়ে নেবে: অসীম বিশ্বাস

Asim Biswas: আইএসএলের আগে মোহনবাগান দল গুছিয়ে নেবে: অসীম বিশ্বাস

- Advertisement -

ডুরান্ড কাপে মোহনবাগান (Mohun bagan)  যে ফুটবল খেলুক না কেন আইএসএল এর আগে তৈরি হয়ে যাবে বলে আশাবাদী প্রাক্তন ফুটবলার অসীম বিশ্বাস। মোহনবাগানের খেলা কেমন দেখলেন, এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অসীম বলেন (Asim Biswas), ‘ মোহনবাগানের খেলা আমি খুব একটা দেখিনি। তবে ডার্বি ম্যাচ দেখেছি। ডুরান্ড কাপে মোহনবাগানে খেলা খুব একটা ভালো লাগেনি। তবে হাতে এখনও সময় রয়েছে ।আমি আশা করছি আইএসএলের আগে দলটাকে গুছিয়ে নিতে পারবেন ফেরান্দো।’

East Bengal : তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি প্রায় চুড়ান্তের পথে

   

রক্ষণে পল পোগবার দাদাকে নিয়ে অনেক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। পোগবার খেলা কেমন দেখলেন এই বিষয়ে প্রশ্ন করা হলে অসীম বলেন, ‘বিপক্ষে ইস্টবেঙ্গলে তেমন ভালো স্ট্রাইকার ছিল না। তাই ওর কাছে চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল না। ওই ম্যাচে তেমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি।তাই এক্ষুনি পোগবাকে নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

ইস্টবেঙ্গলের বাজেট নাকি এটিকে মোহন বাগানের প্রায় সমান!

এএফসি কাপে এই দলটা কেমন খেলতে পারে এই বিষয়ে অবশ্য কোন মন্তব্য করতে চাননি তিনি। বলেন,‘ এখনও সময় রয়েছে। মন্তব্য করতে চাই না।আইএসএলে আরও ভালো ফুটবল খেলতে হবে সকলকে।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular