East Bengal আরও ভালো খেলবে মনে করছেন দিল্লির বাঙালি কোচ সন্দীপ

ইস্টবেঙ্গল (East bengal) ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। সমর্থকরা প্রিয় দলের খেলা দেখে হতাশ না হলেও খুব একটা খুশি নয়, ডার্বিও হেরেছে ইস্টবেঙ্গল, সেইসঙ্গে…

Sandip Dhol

ইস্টবেঙ্গল (East bengal) ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। সমর্থকরা প্রিয় দলের খেলা দেখে হতাশ না হলেও খুব একটা খুশি নয়, ডার্বিও হেরেছে ইস্টবেঙ্গল, সেইসঙ্গে ডুরান্ড কাপ থেকেও ছিটকে গিয়েছে লাল হলুদ। তাই বেশ হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে ইস্টবেঙ্গল সমর্থকরা দল নিয়ে হতাশ হলেও দিল্লির বাঙালি কোচ সন্দীপ ঢোল (Sandip Dhol) অবশ্য আশাবাদী এই দলটাই আইএসএলএ ভালো ফুটবল মেলে ধরবে।

East Bengal : তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি প্রায় চুড়ান্তের পথে

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইস্টবেঙ্গলের খেলা কেমন দেখছেন ? এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সন্দীপ বলেন, ‘আমি আগেই বলেছিলাম স্টিফেনের হাতে পড়ে ইস্টবেঙ্গল দলটা ভালো খেলবে। ডুরান্ডে কিন্তু ভালো ফুটবল খেলেছে ওরা। একটা নতুন দল নিয়ে নেমেছিলেন স্টিফেন। এই নতুন দলটা থেকে খুব বেশি ভালো ফুটবল আশা করা যায় না। স্টিফেনের দল সব সময় লড়াকু ফুটবল উপহার দেয়। এই ইস্টবেঙ্গল দলটাও লড়াকু ফুটবল খেলেছে ডুরান্ডে। ওরা প্রথম দুটো ম্যাচ ভালো খেলেছে,ম্যাচ হারেনি, ডার্বি ম্যাচ আত্মঘাতী গোলে মোহনবাগান জিতেছে। তিনটে ম্যাচে ভালো ফুটবল খেলেছে স্টিফেনের দল। আত্মঘাতী গোলে ডার্বি হেরেছে ওরা।’

ইস্টবেঙ্গলের বাজেট নাকি এটিকে মোহন বাগানের প্রায় সমান!

একইসঙ্গে তিনি বলেন, ‘ মোহনবাগানের অন্যতম সেরা ফুটবলার জনি কাউকে সেদিন নিজেকে ভালো মতো মেলে ধরতে পারেননি। কারণ কনস্টানটাইনের কৌশলের জন্যই কাউকে ভালো খেলতে পারেনি। ম্যাচ হারের পর স্টিফেন তো নিজেই বলেছেন, দলটা এখনও কন্ডিশনিং করাতে পারেননি। মাত্র ১০-১২ দিন প্র্যাকটিস করে নেমেছিল ওরা। আমার মনে হয় সময় পেলে ইস্টবেঙ্গল আরও ভালো ফুটবল খেলবে। আমি আশাবাদী গতবারের থেকে এবার অনেক ভালো ফুটবল উপহার দেবে স্টিফেনের দল।’

পাশাপাশি সন্দীপ বলেন, ‘সমর্থকদের এখনই এত হতাশ হওয়ার কিছু নেই। কারণ সবে তিনটে দল খেলেছে ।একটা নতুন দল, তাই এখনও সময় রয়েছে ।এর মাঝে কলকাতা লিগ খেলবে লাল-হলুদ। কলকাতা লিগ খেলেই দলটা কন্ডিশনে চলে আসবে বলে মনে করছি।’