ইতিমধ্যে জোরকদমে এশিয়া কাপের কোয়ালিফায়ার (Asian Cup Qualifiers) পর্বের ম্যাচের প্রস্ততি নিচ্ছে ভারতীয় ফুটবল দল।কলকাতায় স্টিমাচের কোচিংয়ে এইমুহুর্তে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে সুনীলরা।
কোয়ালিফাইং ম্যাচে খেলতে নামার আগে দলের সঠিক কম্বিনেশন গড়ে তুলতে ইতিমধ্যে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত, তার মধ্যে একটি ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছে তারা,এরপর সদ্য সন্তোষ ট্রফিতে রানার্স আপ বাংলা এবং আইলিগ অলস্টারের বিরুদ্ধে খেলবে ব্লু টাইগাররা।
Zambia FA calls off friendly with India due to non-availability of players
Read 👉🏼 https://t.co/r7WVhBPsdH#IndianFootball ⚽ pic.twitter.com/3gtUDgUB3D
— Indian Football Team (@IndianFootball) May 13, 2022
এরপর দোহায় উড়ে যাবে সুনীলরা,সেখানে তারা খেলবে জাম্বিয়া এবং জর্ডনের বিরুদ্ধে প্রীত ম্যাচ।কিন্তু শেষ মুহূর্তে আচমকা ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলবে না বলেই জানিয়েছে জাম্বিয়া,আগামী ২৫ শে জুন দোহায় ভারতের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিলো সেই দেশের,কিন্তু সেটা হচ্ছে না, জাম্বিয়ার ফুটবল সংস্থার তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে সেই বিষয়ে।
অধিকাংশ জাম্বিয়ার ফুটবলার’দের অনুপস্থিতির কারণে এই ম্যাচ বাতিল করতে বাধ্য হলো সেদেশের ফুটবল সংস্থা।ফেডারেশন সচিব কুশল দাসকে তারা লিখিত ভাবে এবিষয়ে বিস্তারিত ভাবে জানিয়েছেন ।জাম্বিয়া’র বিরুদ্ধে ম্যাচ বাতিল হলেও জর্ডনের বিরুদ্ধে ম্যাচ এখনও বাতিল হয়নি সুনীলদের।