রাজ্যে কড়াকড়ি ভাবে বন্ধ হতে চলেছে ৭৫ মাইক্রনের প্লাস্টিক

রাজ্যে এক প্রকার প্লাস্টিক নিষিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও বহু জায়গায় দেখা যায় প্লাস্টিকের ব্যবহার। কিন্তু এবার কড়াকড়ি হল রাজ্যের প্রশাসন। ১ জুলাই থেকে ৭৫…

রাজ্যে এক প্রকার প্লাস্টিক নিষিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও বহু জায়গায় দেখা যায় প্লাস্টিকের ব্যবহার। কিন্তু এবার কড়াকড়ি হল রাজ্যের প্রশাসন। ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হতে চলেছে রাজ্যে। বাজারে সবজি বা মাছ কিনতে গেলে এই প্লাস্টিকই দিয়ে থাকেন দোকানদাররা। কিন্তু এবার আর তা করা যাবে না। এখন থেকে এই প্লাস্টিক দিলে দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হবে। এমনকি এই অপরাধে ছাড় পাবেন না ক্রেতারাও। তাদের হাতে এই ধরনের প্লাস্টিক দেখলেই জরিমানা হবে ৫০ টাকা।

প্লাস্টিকের কারণেই ক্রমশ রাজ্যে বেড়ে চলেছে দুর্ঘটনা। বিপদ নেমে আসছে মানুষের জীবনে। দার্জিলিং, সিকিম এ প্লাস্টিক ব্যবহার সফলভাবে নিষিদ্ধ করা গেছে। এবার কলকাতা-সহ অন্যত্রও তা নিষিদ্ধ করা হবে। প্রসঙ্গত, এর আগে রাজ্যে ৪০ মাইক্রোনের প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল, এবার ৭৫ মাইক্রনের প্লাস্টিক নিষিদ্ধ হল রাজ্যে।

সম্প্রতি বেহালা চন্ডীতলায় প্লাস্টিক কারখানায় আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন দৈনন্দিন জীবনেও এই ধরনের অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও প্লাস্টিক ক্রমশ পরিবেশকে দূষিত করে চলেছে। প্লাস্টিক জাতীয় বোতলের জল খাবার নিষিদ্ধ রয়েছে চিকিৎসকের। যা স্বাস্থ্যের ক্ষতিকর হিসেবে পরিচিত।

আরও জানা গিয়েছে, ১২৫ মাইক্রনের প্ল্যাস্টিকও বন্ধ করতে চলেছে সরকার।