এশিয়ান কাপের (Asia Cup) প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল পাকিস্তন (Pakistan)। নেপালের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছিলেন বাবর আজমরা। প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নেপাল। শেষ পর্যন্ত ২৩৮ রানের ব্যবধানে সহজ জয় পাকিস্তানের।
আজ থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নেপাল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলের হয়ে শতরান করেছেন যথাক্রমে বাবর আজম (১৩১ বলে ১৫১ রান) এবং ইফতিকার আহমেদ (৭১ বলে অপরাজিত ১০৯ রান)। এদিনের ম্যাচে ৪৪ রান করে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মহম্মদ রিজওয়ান। প্রথম ব্যাট করে স্কোরবোর্ডে ৬ উইকেটের বিনিময়ে ৩৪২ রান তোলে পাকিস্তান।
এশিয়া কাপের অন্যতম দুর্বল দল নেপাল। এদিনের ম্যাচে অঘটনের কথা হয়তো কোনো ক্রিকেট প্রেমী কল্পনাও করেননি। তবে নেপালের কাছ থেকে আরো একটু লড়াই হয়তো আশা করা হয়েছিল। নেপালের হয়ে ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম করলেন সোমপাল কামি। জোড়া উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ২৮ রান। পাকিস্তানের বিরুদ্ধে এদিনের ম্যাচে তিনিই দলের সেরা বোলার এবং ব্যাটার।
Asia Cup 2023: 1st ODI
Pakistan vs Nepal
Pakistan won by 238 runs #AsiaCup23 | #AsiaCup | #PakvsNepal | #PAKvNEP | #PakistanCricket | #BabarAzam𓃵 #MultanCricketStadium | #AsiaCup2023 pic.twitter.com/0gdgUtkEZf— Asia Cup (@AsiaCup_23) August 30, 2023
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে শুরু করেছিল নেপাল একাদশ। দুই ওভারের মধ্যে তিনজন ব্যাটসম্যান ফিরে গিয়েছিলেন সাজঘরে। শাহীন আফ্রিদি এবং নাসিম শাহ ভেঙে দিয়েছিলেন নেপালের টপ ব্যাটিং অর্ডার। নেপালের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে রান পেয়েছেন। সেই সুবাদে স্কোরবোর্ডে কোনোরকমে শতরানের গণ্ডি টপকায় নেপাল। ১০৪ রানে শেষ হয় তাদের ইনিংস। ২৩৮ রানে জয় তুলে নেয় পাকিস্তান।

