Brendan Hamill: মেরিনার্সদের জন্য সুখবর, চোট সারিয়ে ফিরছেন হ্যামিল

গতকাল নর্থইস্ট ইউনাইটেড দলকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু কে হবে তাদের প্রতিপক্ষ? সেটাই জানা যাবে আগামীকাল।

Brandon Hamill

গতকাল নর্থইস্ট ইউনাইটেড দলকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু কে হবে তাদের প্রতিপক্ষ? সেটাই জানা যাবে আগামীকাল। ডুরান্ড কাপের পরবর্তী সেমিফাইনাল খেলতে এবার এফসি গোয়ার মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। গত ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটিকে বধ করার পর গোয়ার বিরুদ্ধে ভালোভাবে ম্যাচ খেলে জয় পাওয়ার জন্য জোর কদমে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান দলের ফুটবলাররা।

তবে শুরুতে সমস্ত সংবাদমাধ্যমের জন্য তা খুলে দেওয়া হলেও পরবর্তীতে চলতে থাকে রুদ্ধদ্বার অনুশীলন। প্রথমদিকে নিজেদের মধ্যে ছোটো ছোটো পাস খেলে বল নিয়ে উঠে আসতে দেখা যায় দলের ফুটবলারদের। পরবর্তীতে ফেরেন্দোর নির্দেশে শট নিতে দেখা যায় দলের ফুটবলারদের।

তবে এসবের মাঝেই এবার সুখবর উঠে হল বাগান সমর্থকদের জন্য। অবশেষে চোট কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন অজি তারকা ব্রান্ডন হ্যামিল। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার অনুশীলন শুরু করেছেন হ্যামিল। আজ দলের তারকা ডিফেন্ডার তথা আনোয়ার আলির সঙ্গে জোট বেঁধে অনুশীলন করতে দেখা যায় হ্যামিলকে। বলতে গেলে এফসি গোয়ার বিরুদ্ধে গোটা দলকেই প্রস্তুত রাখতে চাইছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন দলের খেলোয়াড়দের।

Brandon Hamil

তবে আগামীকালের ম্যাচে জয় ছিনিয়ে নিতে কাদেরকে প্রথম একাদশ রাখেন এখন সেটাই দেখার। অন্যদিকে, টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে মানালো মার্কুইসের এফসি গোয়া। কোয়ার্টার ফাইনালে চেন্নাইন এফসিকে ৪-২ গোলে হারানোর পর সেমিফাইনালের টিকিট উঠে এসেছে তাদের হাতে। এমনি মুম্বাই-মোহনবাগান ম্যাচে ও মাঠে হাজির ছিলেন তিনি। তাই সমস্ত কিছু ভালো করে খতিয়ে দেখে বাগান বধের পরিকল্পনা আদৌ কতটা সফল হয় গোয়া দলের কোচের, এখন সেটাই দেখার।