Durand Cup: ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ নর্থইস্ট সাপোর্টারদের

গতকাল যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেড দলকে হারিয়ে ডুরান্ডের (Durand Cup) ফাইনালে উঠে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব।

Northeast Against East Bengal

গতকাল যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেড দলকে হারিয়ে ডুরান্ডের (Durand Cup) ফাইনালে উঠে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। তবে মাঠে নয়া বিতর্ক দেখা দিয়েছে লাল-হলুদ সমর্থকদের নিয়ে। আসলে আজ বিকেল থেকেই বেশকিছু বিতর্কিত ভিডিও দেখা দিয়েছে দলের সমর্থকদের নিয়ে।

যেখানে মূলত দেখা যাচ্ছে, যে ম্যাচ চলাকালীন কিভাবে নর্থইস্ট দলের সমর্থকদের দিকে চড়াও হওয়ার পাশাপাশি খারাপ অঙ্গভঙ্গি করছে মশাল ব্রিগেডের বেশকিছু সমর্থক। যা নিয়ে রীতিমতো নির্দেশ ঝড় বইতে শুরু করেছে নেটমাধ্যমে। অনেকের অভিযোগ নর্থইস্ট দলের সমর্থকদের উদ্দেশ্যে নাকি বর্নবিদ্বেষী মূলক মন্তব্য করার পাশাপাশি তাদের ব্যাপক হেনস্থা করেছে ইস্টবেঙ্গল দলের সমর্থকরা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

গতকাল মাঠে উপস্থিত থাকা কয়েকজন জানান, প্রথমদিকে নাকি নর্থইস্ট দলের সমর্থকদের উদ্দেশ্যে বর্নবিদ্বেষী মন্তব্য করতে শুরু করেন লাল-হলুদ সমর্থকদের একাংশ। পরবর্তীতে যা বদলে যায় ইট বৃষ্টিতে। এই অবস্থায় একপ্রকার বাধ্য হয়েই নাকি গুটিকয়েক উপস্থিত থাকা নর্থইস্ট ইউনাইটেডের সমর্থকদেরকে উদ্ধার করে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী। তারপর নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় তাদেরকে। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো বিশেষ মন্তব্য করেনি লাল-হলুদ কর্তারা।

তবে নর্থইস্ট ইউনাইটেডের সমর্থকদের অভিযোগ, শুধুমাত্র মাঠ নয় মেট্রোতে ও নাকি লাল-হলুদ সমর্থকদের দ্বারা অপমানিত হতে হয় তাদের। মূলত করোনার পাশাপাশি মোমো বলেও নাকি কটাক্ষ করা হতে থাকে তাদেরকে। বর্তমানে পুরোটাই খতিয়ে দেখার কাজ চালানো হচ্ছে। এই নিয়ে বিশেষজ্ঞদের একাংশ বলেন, ফিফার নিয়মে পরিষ্কার বলা আছে, যদি কোনও দলের সমর্থকরা অন্য দলের সমর্থকদের উদ্দেশ্যে বর্নবিদ্বেষী মূলক আচরন করে তাহলে শাস্তি পেতে হয় সেই অভিযোগের তিরে থাকা ক্লাব ও সমর্থকদের। তবে এখন পুরোটাই নির্ভর করছে উদ্যোক্তা ও সংস্থার কতৃপক্ষের তরফ থেকে। তবে এসবের মাঝেই গতকালের সেই ঘটনা নিয়ে বিশেষ বিবৃতি জারি করে নর্থইস্ট ইউনাইটেড।