কপিলকে ছাপিয়ে যাবেন, কোনও দিন কল্পনাও করেননি অশ্বিন

প্রথম ইনিংসেই কিংবদন্তির সিংহাসনে ভাগ। দীর্ঘয়িত করেননি অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে কপিল দেব নিখাঞ্জকে সরিয়ে মসনদে বসেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচের নায়ক রবীন্দ্র জাদেজা…

Ashwin said that he had never thought of overtaking legendary Kapil Dev

প্রথম ইনিংসেই কিংবদন্তির সিংহাসনে ভাগ। দীর্ঘয়িত করেননি অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে কপিল দেব নিখাঞ্জকে সরিয়ে মসনদে বসেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচের নায়ক রবীন্দ্র জাদেজা হলেও, যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ashwin)। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে টপকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বনে যান অ্যাশ। তবে রবির এই উদয় নিজেও কোনও দিন কল্পনা করতে পারেননি স্বয়ং অশ্বিন। মোহালিতের রবিবার শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার চরিত আসালাঙ্কাকে আউট করে ৪৩৫ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি। কপিল দেবের কেরিয়ারে সংখ্যাটি ছিল ৪৩৪।

ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অশ্বিন লিখেছেন, ‍‘২৮ বছর আগে কপিলে মজেছিলাম আমি। তাঁকে প্রশংসায় ভাসিয়েছিলাম। অফস্পিনার হওয়ার বিন্দুমাত্র চিন্তা আমার ছিল না৷ তাঁর মতো কিংবদন্তির উইকেট সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার কথা কখনও আমি ভাবিইনি।’ এই মুহূর্তে ৮৫ টেস্টে ৪৩৬ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অশ্বিন। ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নেওয়া অনিল কুম্বলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি৷ তবে বিশেষজ্ঞদের ধারণা, অশ্বিন যে গতিতে এগিয়ে চলেছেন, তাতে কোথায় থামবেন তা কেউ জানেন না। ৩৫ বছর বয়সকে শুধুমাত্র একটি সংখ্যায় পরিণত করে সময়ের সঙ্গে আরও যেন ক্ষুরধার হয়ে হয়ে উঠছেন অ্যাশ।

   

মজার বিষয়, ১৯৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়কের রেকর্ডটিও এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ১৯৯৪ সালে আমেদাবাদে ব্যক্তিগত ১৩০তম টেস্টে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ছাড়িয়ে যান কিউই কিংবদন্তি পেসার স্যার রিচার্ড হ্যাডলিকে। ৮৬ টেস্ট খেলে হ্যাডলির সংগ্রহ ছিল ৪৩১ উইকেট। কপিল খেলেছেন ১৩১ টেস্ট। ঝুলিতে ৪৩৪ উইকেট। টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট নেওয়া শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরন খেলেছেন ১৩৩ টেস্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য প্রয়াত অজি লেগস্পিনার শেন ওয়ার্ন। ১৪৫ টেস্ট খেলে লেগস্পিন জাদুকর ঝুলিতে পুরেছেন ৭০৮ উইকেট।

টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি ১০ বোলার
১। মুথাইয়া মুরলিধরন (শ্রীলঙ্কা): ৮০০
২। শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): ৭০৮
৩। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড): ৬৪০
৪। অনিল কুম্বলে (ভারত): ৬১৯
৫। গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া): ৫৬৩
৬। স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড): ৫৩৭
৭। কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ): ৫১৯
৮। ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা): ৪৩৯
৯। রবিচন্দ্রন আশ্বিন (ভারত): ৪৩৬
১০। কপিল দেব (ভারত): ৪৩৪