নতুন দলের হয়ে মাঠে নেমেই গোল করলেন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। ইন্ডিয়ান সুপার লিগের নতুন সংস্করণ শুরু হওয়ার আগে ছন্দে থাকার ইঙ্গিত দিলেন তিনি। আসন্ন আইএসএল মরশুমে সাদিকু খেলবেন এফসি গোয়ার (FC Goa) হয়ে।
চোট সামলে পূর্ণ শক্তির দল নামাবে East Bengal FC?
মোহনবাগান সুপার জায়ান্টের হাত ধরে ২০২৩-২৪ মরসুম শুরু হওয়ার আগে ভারতে এসেছিলেন আর্মান্দো সাদিকু। আলবেনিয়ার জাতীয় দলে খেলা এই ফুটবলারকে কেন্দ্র করে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। সবুজ মেরুন শিবিরের হয়ে খেলে গত মরশুমে একাধিক গোল করেছিলেন। গোল করলেও কখনই ধারাবাহিক ছিলেন না তিনি। প্রথমে কোচ হুয়ান ফেরান্দো, তারপর লোপেজ হাবাসের কোচিংয়ে ধারাবাহিকভাবে সুযোগ পেয়েছিলেন। হাবাসের আমলে বেশ কিছু ম্যাচে সাদিকু ছিলেন প্রথম একাদশে। লাগাতার সুযোগ পেলেও মোহনবাগান সুপার জায়ান্টের নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠতে পারেননি। যার ফলে ক্লাবের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক, তারপর নতুন দলে যোগদান।
মোহনবাগান সুপার জায়ান্টের পর আর্মান্দো সাদিকু এখন এফসি গোয়ার ফুটবলার। নতুন মরশুমের আগে এফসি গোয়ার স্কোয়াডে হয়েছে একাধিক বদল। বাগানের মতো সেখানেও তারকার মর্যাদা পাচ্ছেন তিনি। প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে গোল পেয়েছেন আর্মান্দো সাদিকু।
ইস্টবেঙ্গলের রক্ষণভাগে ফাটল ধরাতে চাইবে লাজং
Goals from Sadiku and Nemil capped off a perfect 2-0 win in our pre-season friendly against Sreenidi Deccan at the Gaur Fest in Bambolim.
We’re incredibly grateful for the amazing turnout from our fans 🧡👊🏻 pic.twitter.com/HOvRGC07YL
— FC Goa (@FCGoaOfficial) August 19, 2024
ডুরান্ড কাপে রিজার্ভ দলকে খেলাচ্ছে এফসি গোয়া। সিনিয়র দলের প্রস্তুতি চলছে আলাদাভাবে। সাদিকু ইতিপূর্বে এফসি গোয়ার অনুশীলনে যোগ দিয়েছিলেন। খেলেছেন একটি প্রস্তুতি ম্যাচে। আই লিগের টিম শ্রীনিডি ডেকানের জালে বল জড়িয়েছে সাদিকু। এফসি গোয়ার হয়ে অপর গোলটি করেছেন নেমিল। সাদিকুর সঙ্গে এফসি হওয়ার হয়ে খেলবেন মোহনবাগানের আরও এক প্রাক্তন ফুটবলার কার্ল ম্যাকহিউ। গত সিজনেও কার্ল এফসি গোয়ার হয়ে খেলেছিলেন। তাঁর হাতে রয়েছে অধিনায়কের আর্মব্যান্ড।