১৯৮৬ সালের ২৯ জুন। মেক্সিকো সিটিতে পশ্চিম জার্মানির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা৷ সেবার পশ্চিম জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল তাঁরা। ম্যাচের নায়ক ছিলেন দিয়েগো মারাদোনা (Diego Maradona)৷ সময়টা বদলে গেছে। আজ লুসেইল আইকোনিক স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গতবারের ফুটবল বিশ্বকাপে বিজয়ী ফ্রান্সের কাছে ইতিহাস গড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তেমনই বারবার চুরমার হওয়া স্বপ্ন জোড়া লাগানোর শেষ আশায় বুক বাঁধছে আর্জেন্টিনা।
১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন মারাদোনা। তাঁর প্রথম গোল করা বলটি বিকিয়েছিল নিলামে৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটির সমান৷ যে জার্সিটি পরে খেলেছিলেন সেটিও বিক্রি হয়েছে ৯৩ লক্ষ পাউন্ডে। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জয় দিয়েগোকে সেবার বিশ্বের নজরে সেরার সেরার শিরোপা দিয়েছিল।
২০১৪ সালে গোল্ডেন বলের সম্মান পেয়েছিলেন মেসি। এরপর ২০১৬ সালে জাতীয় দল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন৷ কিন্তু পরে ফিরে এসেছিলেন। ২০১৮ সালেও দলকে প্রতিনিধিত্ব করেন তিনি৷ ২০২১ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধে কোপা আমেরিকায় জয়ের পর সেই ধারা বজায় রাখতে চান মেসি।
সেদিক থেকে দেখতে গেলে মেসিকে ‘গোট’ -এর সম্মান দেওয়া বিশ্ব ফুটবলের আম জনতা আজ মহারণের শিরোপা দেখতে চায়। কারণ, ফুটবল মহলে গুঞ্জন উঠেছে এটাই সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ। বুড়ো হাড়ে ভেলকি দেখানোর এটাই হবে শেষ মুহুর্ত। তাতে কাতারের লুসেইল আইকোনিক স্টেডিয়াম যদি সহায় হয় তাহলে রাজার মুকুটে আরও এক পালক দেখতে পারে বিশ্বকাপবাসী। তাই সকাল থেকেই চর্চা শুরু হয়েছে। নতুন প্রজন্মের আরও এক মহাতারকাকে নিয়ে৷ দিয়েগোর পর আজ মেসির থেকেও বড় চমক আশায় বুক বাঁধছে নীল সাদার সমর্থকরা৷