পিছিয়ে গেল আনোয়ার আলির শুনানি, কবে?

শেষ কয়েক মাস ধরেই আলিকে (Anwar Ali) নিয়ে ক্রমশ জটিল হয়ে উঠেছিল ভারতীয় ফুটবল মহল। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন এই ফুটবলার। দলের…

Anwar Ali Signs Long-Term Deal with East Bengal FC

শেষ কয়েক মাস ধরেই আলিকে (Anwar Ali) নিয়ে ক্রমশ জটিল হয়ে উঠেছিল ভারতীয় ফুটবল মহল। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন এই ফুটবলার। দলের সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু নয়া মরসুমে তিনি যোগদান করেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলে ফুটবল ক্লাবে। তারপর থেকেই এই ফুটবলারকে ফিরিয়ে আনার লড়াইয়ে নামে সবুজ-মেরুন ব্রিগেড। পরবর্তীতে গোটা বিষয়টি চলে আসে প্লেয়ার স্ট্যাটাস কমিটির আওতায়।

   

গত মাসেই তাঁদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত। সেই অনুযায়ী অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এই তারকা ফুটবলারকে বেশ কয়েক মাস ব্যানের পাশাপাশি মোহনবাগানকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই কমিটির তরফে। পরবর্তীতে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিচারপতি সঞ্জীব নারুলার অধীনে খতিয়ে দেখা হয় গোটা বিষয়টি।

যেখানে পিএসসির তরফে আগে জারি করা সমস্ত সিদ্ধান্ত বাতিল করে গোটা বিষয়টি শুরু থেকে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী পরবর্তীতে নতুন করে নো অবজেকশন সার্টিফিকেট পান এই সেন্টার ব্যাক। যারফলে লাল-হলুদ জার্সিতে খেলতে বাঁধা থাকেনি আনোয়ার আলির। যা নিঃসন্দেহে খুশির আমেজ ছিল লাল-হলুদ সমর্থকদের কাছে। পাশাপাশি বাকি বিষয় গুলি পরবর্তীতে খতিয়ে দেখার জন্য আগামী ৩০শে সেপ্টেম্বর জারি করা হয়েছিল শুনানির পরবর্তী দিনক্ষণ।

তবে এবার পিছিয়ে গেল শুনানির দিন। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই অস্ত্রোপচার হতে চলেছে আনোয়ার আলির আইনজীবীর। যারফলে পূর্ব নির্ধারিত দিনে উপস্থিত থাকা সম্ভব হবেনা তাঁর পক্ষে। যার বদলে আগামী ১৪ই অক্টোবর জারি করা হয়েছে শুনানির পরবর্তী দিনক্ষণ।