আইএসএলের ইতিহাস যদি সফল কোচদের একটি তালিকা তৈরি করা হয় সেক্ষেত্রে সবার আগে উঠে আসে আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নাম। যার দৌলতে দুবার আইএসএল জয় করেছে এটিকে। তবে বছর কয়েক আগে এটিকে তথা এটিকে মোহনবাগানের কোচের পদ ছেড়েছেন তিনি। দায়িত্ব পেয়েছেন হুয়ান ফেরেন্দো। এবার তার হাতেই দলের দায়িত্ব সপে দিতে মরিয়া লাল-হলুদ শিবির। তাহলে কি ফের কলকাতার ময়দানে পা রাখবেন হাবাস (coach of East Bengal)? তুঙ্গে জল্পনা।
আরও পড়ুন: East Bengal: ক্লেইটনের পর আরও এক ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
আইএসএলে অংশগ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত নিজেদের স্বমহিমায় ফিরতে দেখা যায়নি লাল-হলুদ শিবির কে। রবি ফাউলার থেকে শুরু করে মানালো দিয়াজ এমনি এবারের স্টিফেন কনস্ট্যানটাইনের মতো কোচদের হাতে দায়িত্ব দিয়ে ও খুব একটা সুবিধে করতে পারেনি ইস্টবেঙ্গল। বদলে জুটেছে একরাশ হতাশা। তাই এখন থেকেই আগামী বছরের জন্য দল তৈরি করতে মরিয়া সকলে। গতকাল ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের ডিরেক্টরদের কাছে একটি চিঠি পাঠানো হয় ক্লাবের তরফে।
আরও পড়ুন: East Bengal FC: হেড কোচের সঙ্গে সম্ভবত ‘খলনায়ক’কেও টিম থেকে ছাঁটছে ইস্টবেঙ্গল
যেখানে একঝাঁক ফুটবলার সহ বেশকিছু কোচেদের নাম উল্লেখ করা হয় ক্লাব সদস্যদের তরফ থেকে। সেখানে লেখা হয়, ইমামির তরফ থেকে দল গঠনের যে পরিকল্পনা করা হয়েছে তা বেশ কিছু ক্ষেত্র ক্লাব ও সমর্থকদের আশাহত করেছে। সেজন্য সমস্ত কিছু মাথায় রেখে গত ফেব্রুয়ারি মাসে নিজেদের সদস্যদের সঙ্গে বিশেষ সভা করা হয় ক্লাবের তরফে। সেখানে কোচ সহ রক্ষনভাগ ও আক্রমন ভাগের ক্ষেত্রে একাধিক খেলোয়াড়ের নাম উঠে এসেছে। সেগুলোই পাঠানো হল এবার।
আরও পড়ুন: East Bengal : ইস্টবেঙ্গলের এই প্রতিভাবান ফুটবলার ডাক পেল জাতীয় দলে
উল্লেখিত সেই তালিকায় ক্লাব সদস্যদের একটি বিরাট অংশ জোর দেয় অ্যান্তোনিও লোপেজ হাবাসের দিকে। এছাড়াও সেই তালিকায় নাম রয়েছে সার্জিয়া লোবেরা,ওয়ারেন জয়েস, টোমাস ব্রাডারিখ সহ একাধিক নামকরা কোচেদের। তবে এদের মধ্যে দৌড়ে অনেকটাই এগিয়ে স্প্যানিশ বস।