East Bengal: ব্যাকফুটে গাম্বাউ, মশালবাহিনীর দায়িত্ব নিতে পারেন এই হাইপ্রোফাইল কোচ

চলতি ফুটবল মরশুমে একেবারে ধরাশায়ী অবস্থা লাল-হলুদ (East Bengal Football Club) শিবিরের। শুরুতে ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে ভরসা করলেও বর্তমানে তাকে রাখতে নারাজ ইমামি ইস্টবেঙ্গল ক্লাব।

East Bengal Football Club-র নতুন হেড কোচের চিত্র

চলতি ফুটবল মরশুমে একেবারে ধরাশায়ী অবস্থা লাল-হলুদ (East Bengal Football Club) শিবিরের। শুরুতে ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে ভরসা করলেও বর্তমানে তাকে রাখতে নারাজ ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি সমর্থকদের মধ্যে ও ক্ষোভের সঞ্চার ঘটতে শুরু করেছে স্টিফেনকে নিয়ে।

আরও পড়ুন: ডেডলাইন সুপার কাপ: এবার ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে বিস্ফোরক কনস্ট্যানটাইন

   

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন সুপার কাপই ডেডলাইন এই ব্রিটিশ কোচের। স্বাভাবিক ভাবেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে আগামী মরশুমে কার হাতে উঠবে লাল-হলুদের দায়িত্ব? এই প্রসঙ্গেই গতকাল ফের লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসেন ক্লাব কর্তারা।

মনে করা হয়েছিল এই বৈঠকের পরেই হয়ত আগামী মরশুমের কোচের নাম ঘোষণা করা হবে। কিন্তু তিনঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের শেষেও মেলেনি কোনো সমাধান সূত্র। জানানো হয়েছে দল গঠনের বিষয়ে ফের মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে উভয়পক্ষ। সেখানেই হয়ত আলোচনা হবে দল গঠনের বিষয়ে। তবে গতকাল সাংবাদিকদের তরফ থেকে কোচের বিষয়ে প্রশ্ন করা হলে জানানো যে আগামী দিন-পনেরোর মধ্যেই তা ঘোষণা করা হবে।

আরও পড়ুন: East Bengal: আগামী মরশুমের জন্য এই নয়া কোচের সঙ্গে আলোচনা শুরু ইস্টবেঙ্গলের

এক্ষেত্রে শুরু থেকেই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জোসেফ গাম্বাউ। যিনি চলতি আইএসএলে ওডিশা এফসির দায়িত্ব সামলেছেন। লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসার আগেরদিন তিনি কলকাতায় আসতেই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছিলেন অনেকেই। মনে করা হচ্ছিল তার হাতেই হয়ত উঠতে চলেছে লাল-হলুদের দায়িত্ব।

Antonio Lopez Habas, renowned football coach, standing on the sidelines of a football field

তবে বর্তমানে অনেকটাই ব্যাকফুটে তার নাম। আসলে ইমামি কতৃপক্ষের তরফে তাঁর প্রতি আগ্ৰহ থাকলেও গাম্বাউকে আনতে নারাজ ক্লাব কর্তারা। তাছাড়া অতীতে তার ব্যবহার নিয়ে ও বহু প্রশ্ন থাকায় শুরু থেকেই তাকে নিয়ে নেতিবাচক মনোভাব ছিল সাবেক কর্তাদের। তাই অনেকটাই ব্যাকফুটে জোসেফ গাম্বাউ। যতদূর জানা গিয়েছে আগামী মরশুমের জন্য কর্তাদের নজর আইএসএল জয়ী কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দিকে। যার হত ধরে দুবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। এবার তাকেই দায়িত্ব দিতে মরিয়া সকলে। কিন্তু তার সাথে আদৌ কতদূর কথা এগিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।