ডেডলাইন সুপার কাপ: এবার ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে বিস্ফোরক কনস্ট্যানটাইন

আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট। সুপার কাপ (Super Cup)। এবারের আইএসএলে লাল-হলুদের হতশ্রী পারফরম্যান্সের পর এটাই ডেডলাইন দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine)।

Stephen Constantine, the head coach of East Bengal Club, during a football match

আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট। সুপার কাপ (Super Cup)। এবারের আইএসএলে লাল-হলুদের হতশ্রী পারফরম্যান্সের পর এটাই ডেডলাইন দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine)। একথা অনেক আগে থেকেই রটে গিয়েছিল ময়দানে।

গত বৃহস্পতিবার লগ্নিকারী সংস্থার সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠকের পর তাতেই পড়ল শীলমোহর। যারফলে, আসন্ন সুপার কাপের পরেই দল থেকে ছাঁটাই হওয়া নিশ্চিত স্টিফেন কনস্ট্যানটাইনের। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা লাল-হলুদের এই বর্তমান।

   

তিনি বলেন, আসন্ন সুপার কাপে এর কতটা প্রভাব পড়বে তা জানিনা। তবে হিসেব নিকেশের দিক থেকে তিন বছরের আইএসএল জার্নিতে আইএসএলে সেরা পারফরম্যান্সের পরেও কেন কোচ বদল হচ্ছে তা জানা নেই। আমাকে বলা হয়েছিল মেয়াদ বাড়ানো হতে পারে। সেইসাথে পুরোনো প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত বছরের অগাস্টে আমাদের দলের অনুশীলন শুরু হয়।

তারপর সকল খেলোয়াড়দের দলে পেতে পেতে প্রায় সেপ্টেম্বর। তারমধ্যে ভালো ফুটবলাররা অনেক আগেই অন্য দল গুলোতে চলে গিয়েছে। সেইসাথে এলিয়ান্দ্রোর মতো খেলোয়াড় কে নেওয়া ছিল সব থেকে বড় ভুল। এত কিছুর পর কিভাবে আমরা প্রথম ছয়ে শেষ করব? তবে তার এই অজুহাতে যে চিড়ে ভেজার নয় সেটা তিনি নিজেও জানেন।

গত কয়েকদিন আগেই একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন স্টিফেন কনস্ট্যানটাইন। সেখানে তার প্রিয় ছাত্র কে ছেলে হিসেবে উল্লেখ করায় তিনি বলেন, সুমিত পাসি আমার ছেলে নয়। আমি ওর মায়ের সাথে কখনো দেখা করিনি। তিনি এটি মূলত মজার ছলে বললে ও ভালো ভাবে নেয়নি লাল-হলুদ সমর্থকরা। এই বক্তব্য সামনে আসতেই ময়দানে বয়ে গিয়েছে নিন্দার ঝড়। তবে গত বছরের তুলনায় কম মাইনেতে লাল-হলুদে থাকার ইচ্ছে প্রকাশ করলে ও শেষ পর্যন্ত চাকরি হারানোর পথে কনস্ট্যানটাইন। তাহলে কে হবেন এবার নতুন কোচ?

আজ সেই নিয়ে পুনরায় বৈঠকে বসতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। অন্যদিকে গতকাল শহরে পা রেখেছেন ওডিশা এফসির প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউ। এবার কি তাকেই দায়িত্ব দিতে চলেছে ইস্টবেঙ্গল? সেটাই দেখার বিষয়।