HomeSports NewsMohammedan SC: কবে উদ্বোধন হবে মহামেডানের নবনির্মিত তাঁবু? জানালেন ক্লাব কর্তা

Mohammedan SC: কবে উদ্বোধন হবে মহামেডানের নবনির্মিত তাঁবু? জানালেন ক্লাব কর্তা

- Advertisement -

চলতি বছরের ফুটবল মরশুমের পারফরম্যান্সের নিরিখে সবুজ-মেরুন ও লাল-হলুদের থেকে কিছুটা পিছিয়ে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। তবে ক্লাব তাঁবুর সৌন্দর্যের দিক থেকে মোহন-ইস্টকে বারো গোল দিয়ে বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে রেড রোডের এই ক্লাব। তাদের হাত ধরেই এবার শহরের বুকে গড়ে উঠেছে এক টুকরো লর্ডস। অবাক লাগছে?

আসলে ইংল্যান্ডের লর্ডস ব্যালকনির আদলে এবার সেজে উঠছে মহামেডান তাঁবু। যেটি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা জানানো হয়েছিল কয়েকমাস আগেই। কিন্তু কবে আসতে পারেন মুখ্যমন্ত্রী? সেই নিয়েই এবার উঠে এলো নয়া তথ্য।

Advertisements

আজ একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, আগামী ১৭ জুনের মধ্যে উদ্বোধন হতে চলেছে নবনির্মিত এই ক্লাব তাঁবু। তবে সঠিক দিনক্ষণ এখনো পর্যন্ত জানানো না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। বর্তমানে ক্লাবের এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অপেক্ষায় আপামর সাদা-কালো সমর্থকরা।

বলাবাহুল্য, চলতি এই বছরে ক্রিকেট দলের ক্ষেত্রে সাফল্য আসলেও ফুটবলে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি মহামেডান স্পোর্টিং। ডুরান্ড কাপের পাশাপাশি আইলিগে ও হতশ্রী পারফরম্যান্স থেকেছে দলের। তবে পরবর্তীতে সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আশার আলো দেখা গেলেও শেষ পর্যন্ত গোকুলাম কেরালা এফসির কাছে বাজে ভাবে হারতে হয় মেহরাবউদ্দিনের ছেলেদের। যা দেখে হতাশ সকলেই। তবে আগামী মরশুমের কথা মাথায় রেখে এখন থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছে সাদা-কালো শিবির। পুরোনো সমস্ত কিছু ভুলে এখন নতুন করে নিজেদের মেলে ধরার অপেক্ষায় মহামেডান দল।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ