Mohun Bagan: সবুজ-মেরুন দলকে সেরার সেরা করার চ্যালেঞ্জ নিলেন হাবাস

শেষ মরশুমে আইএসএল জয় করার পর নতুন মরশুমের শুরুতে ও অনবদ্য পারফরম্যান্স থেকেছে মোহনবাগান (Mohun Bagan Super Giants) দলের। কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমাম…

Antonio Lopez Habas

শেষ মরশুমে আইএসএল জয় করার পর নতুন মরশুমের শুরুতে ও অনবদ্য পারফরম্যান্স থেকেছে মোহনবাগান (Mohun Bagan Super Giants) দলের। কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমাম ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করে মেরিনার্সরা। যা নিয়ে খুশির আমের ছিল সমর্থকদের মধ্যে। পরবর্তীতে সেই ছন্দ বজায় রেখেই ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম শুরু করে সবুজ-মেরুন। টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসিকে পরাজিত করে অভিযান শুরু করে দল।

আরও পড়ুন: Fact Check: হাবাসকে সরিয়ে মোহনবাগানে আন্দ্রে ভিলাস বোয়াস? জানুন সম্ভাবনা কতটা 

   

তারপর জামশেদপুর এফসি হোক কিংবা হায়দরাবাদ। একের পর এক ম্যাচে শুধু জয়। যার দরুন একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছিল মোহনবাগান। তবে তা বেশিদিন বজায় থাকেনি। এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকেই একেবারে ছন্দহারা হয়ে পড়ে দল।

যার দরুন মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে একের পর এক হেভিওয়েট দলের কাছে কার্যত নাস্তানাবুদ হতে হয় মেরিনার্সদের। টানা তিন ম্যাচে পরাজিত হতে হয় তাদের। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। যারফলে, স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোকে বিদায় জানিয়ে তার বদলে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় দলের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে।

Advertisements

আরও পড়ুন: Kalinga Super Cup: প্রথম ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের চিন্তার চার কারণ 

পূর্বে একাধিকবার তার হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছে দল। বলতে গেলে এখনো পর্যন্ত আইএসএলের অন্যতম সফল কোচ এই হাবাস। সেজন্য, এই মরশুমের বাকি ম্যাচগুলো হাবাসের তত্ত্বাবধানে খেলবে মোহনবাগান। তবে গত কয়েক সপ্তাহ ধরেই ভিসার জনিত সমস্যা প্রবলভাবে দেখা দিয়েছিল দলের অন্দরে।

তবে শোনা যাচ্ছিল সোমবারই ভারতে উড়ে আসবেন এই হাই প্রোফাইল কোচ। অবশেষে আজই শহরে পা রেখেছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। খুব শীঘ্রই যোগ দেবেন দলের সঙ্গে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনবাগান প্রসঙ্গে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন হাবাস। তিনি বলেন, চেষ্টা করব মোহনবাগান সুপারজায়ান্টস দলকে সেরার সেরা করে তোলার। সেইসাথে সমস্ত হতাশা‌ ভুলে সবুজ-মেরুন সমর্থকদের আশা পূরণ করার ও চেষ্টা থাকবে আমার তরফ থেকে। এই শহর আমাকে অনেক সাফল্য ও সম্মান দিয়েছে। সেই রীতি বজায় রাখার পরিকল্পনাই থাকবে।