Kalinga Super Cup: মোহন-ইস্ট ম্যাচে ফিরতে পারেন সাদিকু

চলতি সুপার কাপের (Kalinga Super Cup) পরপর দুই ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। পরের ম্যাচ ডার্বি। …

Armando Sadiku

চলতি সুপার কাপের (Kalinga Super Cup) পরপর দুই ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। পরের ম্যাচ ডার্বি।  মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। এই ম্যাচের আগে বাগান সমর্থকদের জন্য কিছুটা ভালো খবর।

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে গত ম্যাচে পূর্ণ শক্তির দল নামাতে পারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। ম্যাচে ছিলেন না দলের অন্যতম তারকা বিদেশি ফুটবলার আর্মান্ডো সাদিকু। শারীরিক অসুস্থতার কারণে তিনি খেলতে পারেননি বলে খবর। তবে তিনি এখন আগের থেকে সুস্থ বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আসন্ন ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।

   

সুপার কাপের গ্রুপ থেকে যে কোনো একটি দল যাবে পরের রাউন্ডে। গ্রুপে যে দল শীর্ষে থাকবে তারাই পাবে আগামী পর্বে যাওয়ার ছাড়পত্র। ইস্টবেঙ্গল ও মোহন বাগান দুই দল দুটি করে ম্যাচ জিতে পেয়েছেন ৬ পয়েন্ট করে। গোল পার্থক্যের কারণে শীর্ষে ইস্টবেঙ্গল। গ্রুপ স্টেজের বাধা অতিক্রম করতে হলে বাগানকে ডার্বি জিততেই হবে। ম্যাচ ড্র হলে সুবিধা পেয়ে যেতে পারে ইস্টবেঙ্গল। কারণ গোল পার্থক্য।

এদিকে কলকাতায় চলে এসেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। হুয়ান ফেরান্ডোর প্রস্থানের পর তিনিই এখন মোহন বাগান সুপার জায়ান্টের হেড কোচ। ভিসার কারণে এত দিন আসতে পারেননি। আজ কলকাতায় পা রেখেছেন হাবাস। নতুন কোচের সঙ্গে নতুন পথ চলার সূচনা ভালোভাবে করতে চাইবে সবুজ মেরুন ব্রিগেড।