Mohun Bagan : দুই কিংবা তিন নয়, এক নম্বর দল হতে হবে: হাবাস

Special Surprise for Mohun Bagan Fans

টেবিলের ওপরের দিকে থাকা দুই দলের লড়াই। যে জিতবে সেই দলের খেতাব জয়ের দাবি আরও জোরালো হবে। ওড়িশা এফসির বিরুদ্ধে (Mohun Bagan Super Giant vs Odisha FC) নামার আগে মোহন বাগান সুপার জায়ান্টের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) স্পষ্ট জানিয়েছেন, এক নম্বর দল হওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে দলের ছেলেদের। 

“সম্প্রতি অনুশীলনের সময় দলের ছেলেদের সঙ্গে আমি কথা বলেছি। অনুশীলনে আমি ছেলেদের কখনও বলিনি যে, আমরা তৃতীয় বা দ্বিতীয় হতে চাই। এ অসম্ভব। খেলোয়াড়দের সেরা হওয়ার মানসিকতা ও লক্ষ্য নিয়েই মাঠে নামা উচিত। প্রতি দিনই এই লক্ষ্যের দিকে তাকিয়েই লড়াই করতে হবে আমাদের”, বলেছেন বাগান কোচ। 

   

তিনি এটাও স্পষ্ট জানিয়েছেন যে প্রতিপক্ষ দলের বিশেষ কোনো ফুটবলারকে নিয়ে তিনি ভাবছেন না। বরং দল হিসেবে ওড়িশা এফসিকে কীভাবে পরাস্ত করা যায় সেটাই লক্ষ্য হাবাসের। “খুব ভাল দল ওরা। এই ম্যাচটা জেতাই আমাদের লক্ষ্য। কিন্তু প্রতিপক্ষের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। সারা মরশুমেই ওরা ভাল খেলেছে।”

সাংবাদিক সম্মেলনে উঠেছে রয় কৃষ্ণা প্রসঙ্গ। এক সময় লোপেজ হাবাসের নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। এখন প্রতিপক্ষ। সেই প্রসঙ্গে স্প্যানিশ কোচ জানিয়েছেন, “রয় কৃষ্ণা যদি আমার দলে খেলত, তা হলে না হয় ওকে নিয়ে আলদা করে কোনও পরিকল্পনা করা যেত। রয় অসাধারণ খেলোয়াড়। ওর সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি আমি। এখন ও আমার প্রতিপক্ষ। কিন্তু ফুটবলে এ রকমই হয়। ওকে আটকানোর জন্য বিশেষ কোনও পরিকল্পনা নেই।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন