পাকিস্তানের ঘরে ঢুকে হামলা ইরানের, মৃত্যু কুখ্যাত জঙ্গি কমান্ডারের

কাঙাল হয়ে যাওয়া পাকিস্তানের (Pakistan) সমস্যা যেন থামারই নাম নিচ্ছে না। এবার নতুন করে পাকিস্তানের উদ্দেশ্যে চরম পদক্ষেপ নিল ইরান (Iran)। ফের একবার পাকিস্তানের ঘরে…

কাঙাল হয়ে যাওয়া পাকিস্তানের (Pakistan) সমস্যা যেন থামারই নাম নিচ্ছে না। এবার নতুন করে পাকিস্তানের উদ্দেশ্যে চরম পদক্ষেপ নিল ইরান (Iran)। ফের একবার পাকিস্তানের ঘরে ঢুকে হামলা চালাল ইরান।

জানা গিয়েছে, ইরানের সেনাবাহিনী জইশ-আল-আদলের গোপন আস্তানায় হামলা চালিয়েছে এবং সন্ত্রাসী সংগঠনের কমান্ডার ইসমাইল শাহবক্স এবং তার কয়েকজন সহযোগীকে হত্যা করেছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের কাছে ইরানি সেনাবাহিনী পাকিস্তানে প্রবেশ করে সন্ত্রাসী শাহবখশকে হত্যা করে।

এক রিপোর্ট অনুযায়ী, ২০১২ সালে জইশ আল-আদল গঠন করা হয়। ইরান এটিকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এটি একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠী। এই সংস্থাটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশ থেকে কাজ করে। গত কয়েক বছরে জইশ আল-আদল ইরানি সেনাদের টার্গেট ও হামলা চালিয়েছে। গত বছরের ডিসেম্বরে সিস্তান-বেলুচিস্তানের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে হামলার দায় স্বীকার করে জইশ আল-আদল। এ হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়।

গত মাসে পাকিস্তান ও ইরান একে অপরের ভূখণ্ডে সন্ত্রাসী লঞ্চ প্যাডে বিমান হামলার পরে নিরাপত্তা সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়েছিল। পাকিস্তানের বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন। পাক বিদেশ দফতরে এই সাংবাদিক বৈঠক হয়। এ সময় জিলানি বলেন, ইরান ও পাকিস্তান দুই দলই শীঘ্রই ভুল বোঝাবুঝির সমাধান করতে পারে। উভয় দেশ তাদের নিজ নিজ অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং একে অপরের উদ্বেগ নিরসনে সম্মত হয়েছে। তারপরেও ইরানের এই হামলাকে মোটেই ভালো চোখে দেখছে পাকিস্তান সহ আন্তর্জাতিক মহল।