East Bengal থেকে প্রায় আড়াই কোটি টাকা আয় করতে চলেছে এই ভারতীয়

Aniket Yadav

ভালো দল গড়ার জন্য খরচ করতে হচ্ছে ভালো টাকা। ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবকে দিতে হচ্চে মোটা অংকের ট্রান্সফার ফি। সেই সঙ্গে ফুটবলারদের সামনে রাখা হচ্ছে লোভনীয় অফার লেটার। এরপরেই সম্ভব হচ্ছে অন্য দল থেকে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে আগমন।

Advertisements

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সই সারলেন Jerry Lalrinzuala

   

লাল হলুদ শিবিরে নিশ্চিত হয়েছেন অনিকেত যাদব। দুই বছরের চুক্তিতে তাঁকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রায় ১০ লাখ টাকা ট্রান্সফার ফি হিসেবে দিতে হচ্ছে অনিকেতের পুরনো ক্লাব হায়দরাবাদ ফুটবল ক্লাবকে। সেই সঙ্গে অনিকেতের জন্যও অপেক্ষা করে রয়েছে মোটা বেতন।

আরও পড়ুন: vp suhair: প্রায় ৭৫ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে গোলমেশিন আনছে ইস্টবেঙ্গল

Advertisements

২০২৪ সাল পর্যন্ত হায়দরাবাদ এফসি’র সঙ্গে চুক্তিবদ্ধ অনিকেত। ইমামি ইস্টবেঙ্গলের তরফে দায়িত্বে থাকা রিক্রুটাররা এই ট্রান্সফার ফি দিতে রাজি হয়েছিলেন। তারপরেই ইস্টবেঙ্গলে অনিকেতের যোগ দেওয়া নিশ্চিত হয়েছে। শোনা যাচ্ছে, অনিকেতের সঙ্গে ক্লাবের দুই বছরের চুক্তি হচ্ছে। এই সময়কালে ২.৩৫ কোটি টাকা ক্লাব থেকে উপার্জন করবেন তিনি।

আরও পড়ুন: Bright Enobakhare : ব্রাইটের ইস্টবেঙ্গলের আসার সম্ভাবনা উজ্জ্বল নয়

মহারাষ্ট্রের এই ফুটবলার কোলহাপুরের এআইএফএফের অ্যাকাডেমির ফুটবলার ছিলেন। পরবর্তী সময়ে খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজ, চেন্নাই সিটিতে। তিন মাস ব্ল‍্যাকবার্ন রোভার্সের অ্যাকাডেমিতেও কাটিয়েছেন তিনি। গত মরশুমে হায়দরাবাদের ফ্রাঞ্চাইজি দলে খেলেছিলেন এই ফুটবলার। নতুন দলে তিনি কতোটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেন, এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে।