ইস্টবেঙ্গলে সই সারলেন Jerry Lalrinzuala

গত কয়েকদিন ধরে ভাসা ভাসা খবর ছড়িয়েছিল ময়দানে‌।আগামী মরশুমের জন্যে হয়তো ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন Jerry Lalrinzuala। অনেকে আবার সেই খবর’কে জল্পনা বলেই উড়িয়েছিলেন।কিন্তু বুধবার…

Jerry Lalrinzuala

গত কয়েকদিন ধরে ভাসা ভাসা খবর ছড়িয়েছিল ময়দানে‌।আগামী মরশুমের জন্যে হয়তো ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন Jerry Lalrinzuala। অনেকে আবার সেই খবর’কে জল্পনা বলেই উড়িয়েছিলেন।কিন্তু বুধবার সেই খবর কার্যত বাস্তবের রূপ নিলো। ইমামি ইস্টবেঙ্গলের সাথে বছর দুয়েকের চুক্তি সেরে ফেললেন জেরি। এর সাথে একবছর চুক্তি বাড়ানোর সুযোগ থাকছে তার সাথে ক্লাবের।

গত মরশুমে চেন্নাইয়িনের সাথে চুক্তি শেষের পর এই লেফট ব‍্যাক ফুটবলার ফ্রি এজেন্ট হিসেবে যোগদান করেছিলেন ইস্টবেঙ্গলে। ক্লাবের ইনভেস্টেরের পদে ইমামি আসার দিন এই খবর পাকা হয়েছে। এবার আইএসএলের কথা মাথায় রেখে শক্তিশালী দল গড়ার কাজে মন দিয়েছে লাল হলুদ ব্রিগেড।

Jerry Lalrinzuala,East Bengal , Football

ভারতের জাতীয় দলের হয়ে নয়টি ম‍্যাচ খেলেছিলেন জেরি।পেশাদার কেরিয়ারের অধিকাংশ সময় তিনি চেন্নাইয়িনে খেলেছিলেন৷ একাধিক ওঠাপরার মধ্যে দিয়ে এগিয়েছে তার কেরিয়ার। ২০১৬ সালে AIFF Elite Academy থেকে পাশ করার পর বছরের ছাব্বিশের মারিনা মাচানসে যোগ দেন তিনি।

চেন্নাইয়িন এফসি’তে প্রথম বার ১৩ টা ম‍্যাচ খেলেছিলেন জেরি।করেছিলেন একটি গোল ।দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে ISL Emerging Player of the Year – এর সন্মান পান তিনি ২০১৬ সালে। প‍রবর্তী সময় DSK Shivajians – এ লোনে যান তিনি। আইলিগে ১৮ টা ম‍্যাচ খেলেছিলেন । I-League Emerging Player of the Season – এর সন্মান পান তিনি। এরপর চেন্নাইয়িনে গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন।

২০১৭-১৮ মরশুমে আইএসএলে চ‍্যাম্পিয়ান হয়েছিলেন তিনি চেন্নাইয়িনের হয়ে। বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে ফাইনালে দারুণ খেলে Emerging Player of the Year award for the match পুরস্কার পান। এরপর শেষ তিন মরশুমে ৫১ টা ম‍্যাচ খেলেছিলেন তিনি চেন্নাইয়িনের হয়ে। দীর্ঘ ছয় বছর ক্লাব ছাড়লেন তিনি।