আইলিগের গত ম্যাচে শক্তিশালী দল শ্রীনিধি ডেকানের বিপক্ষে জয় পাওয়ার পর গতকাল শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক থেকেছে রেড রোডের এই ফুটবল ক্লাব (Mohammedan SC)। তবে ম্যাচ জুড়ে একাধিকবার আক্রমণ সংগঠিত হলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই। তবে ৪০ মিনিটের মাথায় গোল আসার পর থেকেই কিছুটা রক্ষনশীল হয়ে ওঠে মহামেডান স্পোর্টিং। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ওঠে প্রতিপক্ষ গোকুলাম। সেখান থেকেই গোল। তবে সমতায় ফেরার পরেও দুই দলের খেলোয়াড়রা আক্রমনে উঠলেও আর গোল আসেনি। যার দরুণ, এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্ল্যাক প্যান্থার্সকে।
আরও পড়ুন: Mohammedan SC: গোকুলামের কাছে এবার আটকে গেল মহামেডান
তবে গতকালের এই ড্রয়ের পরেও খুব একটা বদল আসেনি আইলিগের পয়েন্ট টেবিলে। আট ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই থেকে গিয়েছে মহামেডান ব্রিগেড। চেরনিশভের একাধিক সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে চরম বিতর্ক। এক্ষেত্রে দলের আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজকে তুলে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট হতাশ ছিল গ্যালারিতে থাকা সাদা-কালো সমর্থকরা। এছাড়াও পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয় ভাগে দলের নয়া বিদেশী নেলারকে যেই সময় মাঠে নামানো হয় তা নিয়ে ও সংশয় প্রকাশ করতে দেখা যায় অনেককে। এমন পরিস্থিতির সুযোগ নিয়েই গোল করে সমতা ফেরায় গোকুলাম দল। শেষ পর্যন্ত অমীমাংসিত থাকে গোটা ম্যাচ।
আরও পড়ুন: Mohammedan SC: কাজে এল না ডেভিডকে নামানোর আর্জি, বিতর্ক দলের অন্দরে
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা হলেও হতাশ থাকেন মহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আন্দ্রে চেরনিশভ। আসলে প্রথম দিকে যে দাপটের সাথে নিজেদের মেলে ধরেছিল মহামেডান দল, পরবর্তীতে তা যেন ক্রমশ ফিকে হয়ে ওঠে। যার দরুণ সুযোগ বুঝে গোল করে যায় প্রতিপক্ষ দল। যা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। তবে গোকুলামের মতো শক্তিশালী দলের বিপক্ষে যে এমন পারফরম্যান্স মোটেই অবাক করার নয়, সেই ইঙ্গিত ও উঠে আসে তার কথা থেকে। তবে সেইসব ভুলে এখন পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য তাদের।