এবার এগিয়ে থেকে ও এল না জয়। ঘরের মাঠে আটকে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচী অনুসারে আজ নিজেদের ঘরের মাঠে অর্থাৎ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে শক্তিশালী গোকুলাম কেরালা এফসির ( Gokulam Kerala) মুখোমুখি হয়েছিল ময়দানের এই তৃতীয় প্রধান। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলে ড্র হয় এই ম্যাচ। যার দরুন পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল দুই দলকে।
আরও পড়ুন: East Bengal: খাবরাকে নিয়ে বিশেষ বিবৃতি দিল মশালবাহিনী
আজ ম্যাচের হয়ে গোল পান যথাক্রমে অ্যালেক্সিস। যার দরুণ প্রথমার্ধের শেষে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর দ্বিতীয়ার্ধে শ্রী কুত্তনের গোলে সমতায় ফিরে আসে গোকুলাম কেরালা। ম্যাচের সম্পূর্ণ সময়ের শেষে বজায় থাকে এই ফলাফল। যারফলে, আজ লড়াকু পারফরম্যান্স করেও পুরো পয়েন্ট সংগ্ৰহ করা সম্ভব হয়নি তাদের পক্ষে।
আরও পড়ুন: East Bengal: লাল-হলুদ জার্সিতে খেলা হল না বাংলাদেশি ফুটবলারের
উল্লেখ্য, গত ম্যাচে শক্তিশালী আরেক দল শ্রীনিধি ডেকানের বিপক্ষে জয় পাওয়ার পর আজ শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে রেড রোডের এই ফুটবল ক্লাব। তবে ম্যাচ জুড়ে একাধিকবার আক্রমণ সংগঠিত হলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই। তবে ৪০ মিনিটের মাথায় গোল আসার পর থেকেই কিছুটা রক্ষনশীল হয়ে ওঠে মহামেডান স্পোর্টিং। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ওঠে গোকুলাম। সেখান থেকেই গোল। তবে সমতায় ফেরার পরেও দুই দলের খেলোয়াড়রা আক্রমনে উঠলেও আর গোল আসেনি।
তবে আজকের ম্যাচ ড্র হলেও আট ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল মহামেডান স্পোর্টিং। এবার লিগ জয়েই অন্যতম লক্ষ্য চেরনিশভের ছেলেদের।
It’s full time at the Naihati Stadium#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ pic.twitter.com/SRqTs9NHbh
— Mohammedan SC (@MohammedanSC) December 8, 2023