East Bengal : লাল-হলুদে ব্রাজিলের উইঙ্গার? জেনে নিন আপডেট

Alex Lima

ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠন নিয়ে জারি রয়েছে জল্পনার স্রোত। যার অন্যতম কারণ বিদেশি ফুটবলার। আগামী দিনে কোন কোন বিদেশি তারকা দলে যোগ দেবেন, সে ব্যাপারে আগ্রহী লাল হলুদ সমর্থকরা।

ময়দানের গুঞ্জনে শোনা যাচ্ছিল অ্যালেক্স লিমার নাম। ব্রাজিলের এই ফুটবলার ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন। জামশেদপুর ফুটবল ক্লাবের হয়ে দাগ কেটেছেন নিজের পারফরম্যান্সের মাধ্যমে। ময়দানের একাংশের ধারণা, আগামী দিনে লাল হলুদ জার্সি পরতে পারেন তিনি।

   

ফুটবল মহলের একাংশের অনুমান, লিমার সঙ্গে ক্লাবের যোগাযোগ ইতিমধ্যে হয়েছিল। তবে এখন সেই অর্থে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। অর্থাৎ, ক্লাবের তরফে তাঁকে দলে নেওয়ার চেষ্টা করা হলেও, সেই চেষ্টা এখনও দানা বাঁধেনি বলে মনে করা হচ্ছে। খুব তাড়াতাড়ি তাঁকে নিয়ে ক্লাব কোনো আপডেট শোনাতে পারবেন বলেও মনে করা হচ্ছে না।

তেত্রিশ বছর বয়সী এই ফুটবলারের জন্ম ব্রাজিলের সাও পাওলোয়। একাধিক ক্লাবে খেলেছেন নিজের পেশাদার ফুটবল কেরিয়ারে। হিউস্টন দায়নামর হয়ে খেলেছিলেন বেশ কিছু উল্লেখযোগ্য ম্যাচ। জামশেদপুর ফুটবল ক্লাবে যোগ দিয়েছিলেন ২০২০ সালে। ২০২১-২২ মরসুমে ক্লাবের হয়ে শিল্ড জিতেছিলেন। মাঝ মাঠের ফুটবলার হলেও গোলটা ভালই চেনেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন