Mamata Banerjee: দুই ক্লাবেই আসছেন মমতা, মোহন-ইস্টে উৎসবের আমেজ

দুই ক্লাবেই আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে তাঁর আগমণ সংবাদ। ময়দানে লাগতে চলেছে নতুনের ছোঁয়া। ইস্টবেঙ্গলের…

mamata banerjee football

দুই ক্লাবেই আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে তাঁর আগমণ সংবাদ। ময়দানে লাগতে চলেছে নতুনের ছোঁয়া।

ইস্টবেঙ্গলের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। আগে ঠিক ছিল ১৬ আগস্ট অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেটা পিছিয়ে করা হয়েছে ১৭ আগস্ট। ওই দিন উদ্বোধন করা হবে ক্লাবের আর্কাইভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হবে সূচনা।

   

ক্লাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “আগামী ১৭ আগস্ট ২০২২, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ৩ ঘটিকায় ক্লাব তাঁবুতে রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভের শুভ দ্বারোদ্ঘাটন করবেন… এই আর্কাইভ আমাদের দীর্ঘকালের স্বপ্ন ছিল, যেটা আমরা অবশেষে বাস্তবায়িত করতে সামর্থ হয়েছি।”

মোহনবাগানের পক্ষ থেকে জারি করা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, “আগামী ১০ আগস্ট, বিকেল সাড়ে ৩ টের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্লাবের ক্লাবের নবনির্মিত টেন্টের উদ্বোধন হতে চলেছে।”