AIFF: ফেডারেশনে ফুটবলারদের সঙ্গে প্রশাসকও চাইছেন আনচেরিরা

ফেডারেশনের (AIFF) নির্বাচনে সভাপতির পদে ভাইচুং ভুটিয়া প্রতিদ্বন্দ্বিতা করলে খুশিই হবেন তার একসময়ের সতীর্থ দুই প্রাক্তন জাতীয় ফুটবলার জো পল আনচেরি এবং আই এম বিজয়ন।…

Joe Paul Anchery and IM Vijayan

ফেডারেশনের (AIFF) নির্বাচনে সভাপতির পদে ভাইচুং ভুটিয়া প্রতিদ্বন্দ্বিতা করলে খুশিই হবেন তার একসময়ের সতীর্থ দুই প্রাক্তন জাতীয় ফুটবলার জো পল আনচেরি এবং আই এম বিজয়ন। যদিও তারা এখনও জানেন না কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কীভাবে নির্বাচন হবে, কারা ভোট দিতে পারবে।

এমনকী নির্বাচন কবে হবে সেটাও এই দুই তারকা জানেন না। শুধু সংবাদপত্রে ভাইচুংয়ের খবরটা তারা দেখেছেন। কেরলের ত্রিচুরের বাড়ি থেকে মঙ্গলবার ফোনে কথা বলার সময় এই প্রসঙ্গে আনচেরির বক্তব্য, “আসল উদ্দেশ্য আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে ভারতীয় ফুটবলের পারফরম্যান্সকে আরও উন্নত করা। আর সেটা করতে হলে দেশের ফুটবল ও তার পরিকাঠামোকে সামগ্রিকভাবে উন্নত করতে হবে। তাই আমার মনে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থায় একজন নয়, একাধিক ফুটবলারের অন্তর্ভূক্তিতে দেশের ফুটবলের মঙ্গলই হবে।

কিন্তু একইসঙ্গে প্রশাসনকে নিপুণ হাতে চালাতে হলে দক্ষ প্রশাসকেরও প্রয়োজন। তাই ফুটবলারদের সঙ্গে দক্ষ প্রশাসকেরও ফেডারেশনের ক্ষমতায় আসার দরকার।” ভারতীয় ফুটবলের কালো হরিণ আই এম ভিজয়নেরও একই মত। ত্রিচুর থেকে ফোনে এই বিষয়ে কথা বলার সময় তিনি শুধু যোগ করলেন, “তবে প্রশাসনে স্বচ্ছতা আনা প্রয়োজন। আর ফুটবলাররা ক্ষমতা প্রয়োগের জায়গায় থাকলে ফুটবলার নির্বাচন, দল নির্বাচন, প্রাথমিক স্তর থেকে ফুটবলার তুলে আনার কাজগুলো সঠিকভাবে হতে পারবে।”

দুই তারকারই মতে শুধু ফুটবলাররা ফেডারেশনের বিভিন্ন পদে বসলে প্রশাসনিক কাজকে নিখুঁতভাবে চালানো কঠিন হবে।