সোমবারের মধ্যে টাকা না দিলে…নাপিতের পাওনা বাকি রেখে বিপাকে ক্রিকেট তারকা

চুল কেটে নাকি টাকা দেননি জাতীয় দলের উইকেটরক্ষক। ঘটনায় বেজায় চটেছেন নাপিত। তারকা ক্রিকেটারকে দিলেন চরম সময়, যাকে বলে ডেডলা

Alex Carey

চুল কেটে নাকি টাকা দেননি জাতীয় দলের উইকেটরক্ষক। ঘটনায় বেজায় চটেছেন নাপিত। তারকা ক্রিকেটারকে দিলেন চরম সময়, যাকে বলে ডেডলাইন। অস্ট্রেলিয়ার তারকা উইকেটরক্ষক অ্যালেক্স কেরি চুল কাটার পর টাকা না দিয়েই সেলুন ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ ইংল্যান্ডের লীডসের এক নাপিত। আদম মাহমুদ সরাসরি জানিয়েছেন, টাকা তাকে দিতেই হবে। চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এই উইকেটর ক্ষককে পাওনা ৩০ পাউন্ড দিতে বলেছেন তিনি।

৩৯ বছর বয়সী আদম মাহমুদ অভিযোগ করেছেন, নগদ টাকা না থাকায় ক্যারি পরে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাহমুদ তাতে রাজি হয়েছিলেন। কিন্তু টাকা এখনও পাননি বলে অভিযোগ। আদৌ পাবেন কি না সে ব্যাপারে নাপিতের মনে রয়েছে সংশয়। লর্ডসে দ্বিতীয় টেস্টে জনি বেয়ারস্টোকে বিতর্কিতভাবে স্ট্যাম্প করার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন ক্যারি।

   

অ্যাডাম বলেন, মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা প্রাপ্য অর্থ সঙ্গে সঙ্গে দিয়েছিলেন। কিন্তু ক্যারি তা করেননি। আদমের দাবি, ‘আমরা সেলুন বন্ধ করার ঠিক আগে তারা সবাই ওনারা ভিতরে এসেছিলেন। আমরা তাদের চুল কেটেছি এবং তাদের সাথে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। আমরা কার্ড গ্রহণ করি না।

এদিকে ক্যারি টাকা ছাড়াই এসছিলেন, ওনার কাছে ক্যাশ ছিল না। তিনি চাইলে সেলুন থেকে বেরিয়ে পাঁচ মিনিটের মধ্যে তার হোটেল থেকে টাকা নিয়ে আসতেই পারতেন। কিন্তু তিনি সেটা করলেন না। ধার রেখে বেরিয়ে গেলেন। এখনও আমি আমার প্রাপ্য পেলাম না। তিনি হয়তো টাকা দেওয়ার কথা একেবারে ভুলেই গিয়েছেন। সোমবারের মধ্যে টাকা না দিলে আমি সত্যি অখুশি হবো।’