East Bengal: কুয়াদ্রাত নয়, বিনোর তত্ত্বাবধানে অনুশীলনে নামছে সিনিয়র দল

প্রিমিয়ার ডিভিশন লিগের কথা মাথায় রেখে বেশ কিছুদিন আগে থেকেই অনুশীলন শুরু করেছে লাল-হলুদের (East Bengal) জুনিয়র দল।

Bino George

প্রিমিয়ার ডিভিশন লিগের কথা মাথায় রেখে বেশ কিছুদিন আগে থেকেই অনুশীলন শুরু করেছে লাল-হলুদের (East Bengal) জুনিয়র দল। আগামী সপ্তাহের শেষের দিকেই হয়ত কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু প্রশ্ন হল সিনিয়র দলকে নিয়ে। কারন এখনো পর্যন্ত ভারতে আসা সম্ভব হয়নি লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের। তাহলে কবে থেকে মাঠে অনুশীলন শুরু করবে দলের সিনিয়ররা?

এই প্রশ্নের উত্তরই এখন খুঁজে বেড়াচ্ছেন সকলে। তাছাড়া আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেটিকে গুরুত্ব দিচ্ছে কলকাতার দুই প্রধান ক্লাব। তাই এখন থেকেই শক্ত হাতে হাল না ধরলে পরে যে সমস্যার মুখে পড়তে হবে গোটা দলকে তা ভালোই আন্দাজ করতে পারছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

তাই যা পরিস্থিতি তাতে সক্রিয় ভূমিকা নিতে পারেন কুয়াদ্রাতের সহকারী কোচ তথা ইস্টবেঙ্গলের জুনিয়র দলের হেড কোচ বিনো জর্জ। যতদূর জানা গিয়েছে, আগামী ১৪ ই জুলাই থেকে তার তত্ত্বাবধানে অনুশীলন শুরু করতে পারেন সিনিয়র দলের ভারতীয় ফুটবলাররা। এক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে যুবভারতীর অনুশীলন মাঠ কে। কিন্তু সমস্যা হল, সেই সময় কলকাতা লিগের ম্যাচ নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকবেন সন্তোষ ট্রফি জয়ী এই কোচ। যারফলে দুই দিক সামাল দেওয়া যে যথেষ্ট কঠিন হতে চলেছে তার পক্ষে তা বলাই চলে।

যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছে লাল-হলুদ সমর্থকরা। সকলেই জানতে চাইছেন যে কবে শহরে আসবেন ইমামি ইস্টবেঙ্গলের নবনির্বাচিত কোচ কার্লোস কুয়াদ্রাত? বিশেষ সূত্র মারফত খবর, বিগত কয়েকদিন ধরেই ভিসার সমস্যায় ভুগতে হচ্ছে আইএসএলের সঙ্গে যুক্ত থাকা সমস্ত বিদেশি ফুটবলার ও কোচদের। যারফলে, কিছুটা আগে আসার পরিকল্পনা থাকলেও তা বাস্তবে সম্ভব হচ্ছে না। যা থেকে বাদ যায়নি ইস্টবেঙ্গল ক্লাব।

তবে ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফে একটি চিঠি আসায় আপাতত কিছুটা স্বস্তি দেখা দিয়েছে সকলের মধ্যে। এবার চূড়ান্ত সংকেতের অপেক্ষায় সকলে। তারপরেই একে একে ভারতে আসতে শুরু করবেন সমস্ত বিদেশি ফুটবলার থেকে শুরু করে কোচ ও কোচিং স্টাফরা। তবে ততদিন সহকারী কোচের নেতৃত্বে ই মাঠে অনুশীলন করবে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলাররা।