India vs England অভিষেকে অনবদ্য আকাশ, ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান চোখে পড়ার মতো

ভারত বনাম ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন…

akash deep

ভারত বনাম ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ফাস্ট বোলার আকাশ দীপের (Akash Deep)। টিম ইন্ডিয়ার তারকা বোলার জসপ্রীত বুমরাহর জায়গায় সুযোগ পেয়েছেন আকাশ দীপ। অভিষেক ম্যাচে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। 

রাঁচিতে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নাজেহাল করেছেন আকাশ দীপ। ইংল্যান্ডের তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন ইতিমধ্যে। ইনিংসে নিজের পঞ্চম ও দশম ওভারে দুই উইকেট তুলে নেন আকাশ। এরপর ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ আউট হন ব্যাট করতে নামা অলি পোপ। পোপ রানের খাতাও খুলতে পারেননি। এরপর ইনিংসের ১২তম ওভারে জ্যাক ক্রলির উইকেট তুলে নেন তিনি। 

প্রথম শ্রেণির ক্রিকেটে (Akash Deep Stats) দুর্দান্ত পারফর্ম করেছেন আকাশ দীপ। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া আকাশ দীপ এখন পর্যন্ত ৩০ ম্যাচে নিয়েছেন ১০৪ উইকেট। এ সময়ে তাঁর বোলিং গড় ২৩.৫৮। প্রথম শ্রেণির ক্রিকেটে এই পারফরম্যান্স প্রদর্শন করার পরেই তাঁকে ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছে।

সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন আকাশ দীপ। দুই ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন আকাশ দীপ। তিনি একজন ডানহাতি ফাস্ট বোলার। আইপিএলেও দেখা গিয়েছে তাঁকে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন।