ভারত ও ইংল্যান্ডের (India vs England ) মধ্যকার রাঁচি টেস্টে ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। শেষ ম্যাচে টেস্ট ক্রিকেটের ৫০০তম উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বের নবম খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এবার রাঁচি টেস্টে অশ্বিন আরও একটি বড় কীর্তি গড়েছেন। আজ পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটার এই কীর্তি অর্জন করতে পারেননি।
ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে আউট করে এই রেকর্ডও গড়েছেন অশ্বিন। অশ্বিন ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন ভাগবত সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর। ৩৮ ইনিংসে নিয়েছেন ৯৫ উইকেট। অন্যদিকে ৩৬ ইনিংসে ৮৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। প্রথম ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। ৪৩ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন এই ক্রিকেটার।
RAVI ASHWIN COMPLETES 100 WICKETS AGAINST ENGLAND IN TEST CRICKET ….!!!! pic.twitter.com/IBL5u2dtoC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2024
রবিচন্দ্রন অশ্বিন প্রথম ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট পূর্ণ করলেও অন্য দলের অনেক বোলারই এই কৃতিত্ব অর্জন করেছেন। অশ্বিন ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব রয়েছে আরও ১৯ জন ক্রিকেটারের। এই খেলোয়াড়দের বেশিরভাগই অস্ট্রেলিয়ার।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে শতাধিক উইকেট নেওয়া অস্ট্রেলিয়া দলের এমন ১৩ জন ক্রিকেটার রয়েছেন। এছাড়া এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৫ জন ক্রিকেটার। শ্রীলঙ্কার প্রাক্তন বোলার মুথাইয়া মুরালিধরনও গড়েছেন এই রেকর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। ৩৬ ম্যাচের ৭২ ইনিংসে নিয়েছেন ১৯৫ উইকেট। এ ছাড়া দ্বিতীয় স্থানে উঠে আসবেন অস্ট্রেলিয়ার আরও এক কিংবদন্তি ডেনিস লিলির নামও। ইংরেজদের বিপক্ষে ৫৭ ইনিংসে নিয়েছেন ১৬৭ উইকেট।