Ajinkya Rahane: “পুরোনো কথা ভাবব না,” আগামী দিন নিয়ে আশাবাদী রাহানে

৩২ বছরের দূর্গ গাব্বাতে যখন ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে, অনিল কুম্বলে টুইট করেছিলেন- ২০১১-র পর অত খুশি তিনি নাকি কখনো হননি। অ্যাডিলেডে ৩৬ রানে গুঁড়িয়ে যাওয়া…

Ajinkya Rahane

৩২ বছরের দূর্গ গাব্বাতে যখন ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে, অনিল কুম্বলে টুইট করেছিলেন- ২০১১-র পর অত খুশি তিনি নাকি কখনো হননি। অ্যাডিলেডে ৩৬ রানে গুঁড়িয়ে যাওয়া ভারতের সামনে পরে এঁটে উঠতে পারেনি অজিরা। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিরেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)।

তবে তার পরেই রাহানের ব্যাটে বেজায় খরা। সুযোগ পেয়েও যখন কাজে লাগাতে পারলেন না, তাঁকে বসতেই হল। তবে থামতে হয়নি। রঞ্জি ট্রফিতে ফিরে যান, রান করেন। এবছর আইপিএলে চেন্নাইয়ের ফাইনাল জয়ের পিছনে অন্যতম ঢাল হয়ে দাঁড়ালেন সদ্য ছন্দে ফেরা এক অন্য অজিঙ্ক্য রাহানে।
শ্রেয়শ আইয়ার চোট পেলেন। বোর্ড বলল, বিশ্বকাপের আগে তিনি কোনোমতেই ফিরছেন না। কপাল খুলল রাহানের- টেস্ট দলে ফিরলেন।

   

তবে পুরোনো কথা ভাবতে মোটেই চাননা রাহানে। পোর্টসমাউথের অরুনডেল গ্রাউন্ডে অনুশীলনের পর বিসিসিআই টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “১৮-১৯ মাস পর ফিরে এসে, কি ভালো হয়েছে বা খারাপ হয়েছে, পুরোনো কথা নিয়ে আমি একেবারেই ভাবতে চাই না। নতুন করে শুরু করতে চাইছি সবকিছু; আর যা করছিলাম , করে যেতে চাইছি।” “ব্যক্তিগতভাবে সিএসকের হয়ে খেলে ভালই লেখেছে আমার। বিশেষত ওখানে যেভাবে খেলেছি বা ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলেছি, তাতে আমি খুশিই। তাই, ফিরে আসাটাও আমার কাছে একটু আবেগের ছিল।”

এছাড়াও তিনি বলেন, “কিছুই বদলাবো না, যেমন রঞ্জি বা আইপিএল খেলার আগেও করেছি। টি-টোয়েন্টি নাকি টেস্ট , সে সব ভাবতে চাই না আমি। যেভাবে খেলছি এখন, সবকিছুকে জটিল করতে চাইনা আমি। যত সবকিছু সাধারণ থাকে, তত আমার পক্ষে সুবিধা।

বর্তমান টেস্ট অধিনায়ক রোহিত শর্মার প্রশংসাও করেন রাহানে। বলেন, “দলের পরিবেশ খুবই ভালো। রোহিত খুব বালো সামলাচ্ছেন সবকিছু। এবং আমি জানি যে রাহুল ভাইও ভালোই সামলাচ্ছেন দলকে। এই মুহূর্তে যা দেখছি আমি, সবাই সবার সাথে দিব্বি আছে।”