Prabir Das: বড় শাস্তি পেলেন প্রবীর দাস

এবার শাস্তির আওতায় প্রবীর দাস (Prabir Das)। পরপর কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার মতে, প্রবীর দাস ছিলেন ‘আগ্রাসী’। Advertisements ইন্ডিয়ান…

Prabir Das

এবার শাস্তির আওতায় প্রবীর দাস (Prabir Das)। পরপর কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার মতে, প্রবীর দাস ছিলেন ‘আগ্রাসী’।

Advertisements

ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণের ম্যাচ, মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচ যারা দেখেছেন তারা অনেক ঘটনার সাক্ষী থেকেছেন নিশ্চই। খেলার গুণমান নিয়ে আলোচনা কতটা কি হয়েছে বলা মুশকিল, তবে ম্যাচের একের পর এক উত্তপ্ত মুহূর্ত এখনও হয়ে থাকবে চর্চার বিষয়। দুই দলের ফুটবলারদের মধ্যে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। কে কখন কে করছেন সেটা ক্যামেরায় হঠাৎ করে দেখা বোঝা খুব শক্ত ছিল। তবুও টুকরো টুকরো কিছু ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

   

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, প্রবীর দাসকে তিন ম্যাচের জন্য শাস্তি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নিয়ম রক্ষা কমিটির। কমিটির বক্তব্য, রেফারির প্রতি প্রবীরের আচরণ ছিল আগ্রাসী। সেই কারণে তিন ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে প্রবীরকে।

আলোচিত এই ম্যাচের প্রবীর দাসকে যেমন উত্তেজিত দেখিয়েছিল, তেমনই কাঁদতেও দেখা গিয়েছিল তাকে। মাঠের মধ্যেই গলা পেঁচিয়ে ধরা হয়েছিল তার। মাঠে উত্তেজিত ঘটনায় এখনও পর্যন্ত তিনজন ফুটবলারকে শাস্তি দেওয়া হয়েছে। মুম্বই সিটি এফসির যে বিদেশি প্রবীরের গলা পেঁচিয়ে ধরেছিলেন তাকেও তিন ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। এছাড়া কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের বিদেশি মাইলোসকেও সাসপেন্ড করেছে কমিটি।