Attack on Gaza: ‘আমরা গাজায় ঢুকে মারব…’ ইজরারেলের মন-যুদ্ধ কৌশল শুরু

গণহত্যার বদলা নেব। এ আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। বারবার নিজেদের সামাজিক মাধ্যমে গাজা ভূখণ্ডের শাসক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাসের প্রতি এমনই বার্তা (Attack on Gaza)…

গণহত্যার বদলা নেব। এ আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। বারবার নিজেদের সামাজিক মাধ্যমে গাজা ভূখণ্ডের শাসক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাসের প্রতি এমনই বার্তা (Attack on Gaza) দিয়ে চলেছে ইজরায়েলি সেনা। বারবার বার্তা আসছে, আমরা গাজায় ঢুকে মারব তোমাদের। যুদ্ধ বিশারদরা বলছেন, এও এক ধরণের রণ কৌশল। শত্রুপক্ষের মনোবল ভেঙে দেওয়ার কৌশল। কারণ গাজা ভূখণ্ডের অভ্যন্তরে হামাস জঙ্গিদের সাথে লড়াই তীব্র কঠিন বলেই মনে করছে ইজরায়েলি প্রতিরক্ষা বিভাগ।

একাধিক সংবাদমাধ্যমে গাজার মাটির তলায় হামাসের বিশাল বিশাল সুড়ঙ্গ পথের কোথায় শেষ তার পুরো খবর নেই ইজরায়েলের কাছে। ফলে গাজায় ঢোকা বিপজ্জনক এমন সতর্কতা মেনে অভিযান সংঘটিত করতে নিখুঁত পরিকল্পনায় মত্ত ইজরায়েল সরকার।

সংবাদ সংস্থা রয়টার্সের খবর, গাজার সীমানায় ইজরায়েলি সেনার বিপুল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে বলা হচ্ছে এ আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। BBC জানাচ্ছে, গাজায় যদি ইজরায়েলি সেনা ঢুকতে শুরু করে তাহলে পুরো আরব বিশ্ব একজোট হয়ে আমেরিকা ও তার মিত্রপক্ষ ইজরায়েলের বিরুদ্ধে যাবেই। বন্ধ হয়ে যেতে পারে জ্বালানি সরবরাহ। ফলে অভিযান নিয়ে সতর্ক ইজরায়েল।

CNN, AFP জানাচ্ছে, গাজায় ঢুকে হামাস সংগঠনকে নিশানা করে ভয়াবহ প্রত্যাঘাতের জন্য তৈরি হচ্ছে ইজরায়েল। আশ্চর্যজনক নীরব হামাস। তাদের সমর্থনে পরমাণু শক্তিধর দেশ ইরানের মারাত্মক হুমকি, এবার শেষের শুরু। গাজা ভূখণ্ডে ইজরায়েলি সেনার প্রবেশ কখন? সারা দুনিয়া জুড়ে এই প্রশ্ন।

BBC জানাচ্ছে, গত ৭ অক্টোবর গাজা থেকে ইজরায়েলে ঢুকে গণহত্যা করে হামাস গোষ্ঠি। তারা ইজরায়েলের সুরক্ষা বলয় ভেঙে গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছে কোনও সুরক্ষাই চূড়ান্ত নয়। এই হামলার পর ইজরায়েলের অতি আলোচিত গোয়েন্দা বিভাগের ব্যর্থতা স্পষ্ট। এর জেরে ইজরায়েলি জনগণের মধ্যে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। গাজায় থাকা সাধারণ ফিলিস্তিনিদের অনেকের দাবি তারা হামাস সমর্থক নন। তেমনই একাধিক ইহুদি সংগঠন ইজরায়েল সরকারের ভূমিকায় সরব।