AIFF: ভিএআর প্রসঙ্গে এবার কী বলছেন কল্যাণ চৌবে? জানুন

বেশকিছু মরশুম ধরেই রেফারি সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে ভারতীয় ফুটবল মহলে। সেজন্য, বারংবার রেফারিং নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF)।…

All India Football Federation president Kalyan Chaubey

বেশকিছু মরশুম ধরেই রেফারি সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে ভারতীয় ফুটবল মহলে। সেজন্য, বারংবার রেফারিং নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF)। শাস্তি ও পেতে হয়েছে বেশ কিছু দলকে। তবে সেই সময় একাধিকবার নয়া প্রযুক্তির আনার কথা শোনা গেলেও খুব একটা কর্ণপাত করেনি ফেডারেশন।

গতবারের মতো এবারের আইএসএল মরশুমেও ম্যাচ রেফারিদের সিদ্ধান্ত নিয়ে দেখা গিয়েছে জোর বিতর্ক। বিশেষ করে কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে ভুগতে হয়েছে একাধিকবার। সবকিছু মাথায় রেখেই এই বছরের শুরু থেকেই নয়া প্রযুক্তির প্রস্তুতির জন্য যথেষ্ট তৎপর হয়ে ওঠে ভারতীয় ফুটবল ফেডারেশন।

   

পাশাপাশি দেশীয় রেফারিদের জন্য বিশেষ ট্রায়ালের কথাও শোনা যেতে থাকে। সেইমতো কাজকর্ম ও শুরু হয়ে যায় ব্যাপকভাবে। যা নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম ভারতীয় ফুটবলের ক্ষেত্রে। এই প্রসঙ্গেই আজ ফের মুখ খুললেন এআইএফএফ সভাপতি কল্যান চৌবে। তিনি বলেন, এই নয়া ভিএআর সিস্টেম চালু করার জন্য বেশ কিছু প্রক্রিয়া মেনে চলতে হয়।

যেখানে অপটিক্যাল ফাইবার থেকে শুরু করে মাঠের ওয়াইফাই কানেকশনের তীব্রতার মত বিষয়গুলি কেও গুরুত্ব দেওয়া হয়। যেগুলি ছাড়া এই প্রক্রিয়া চালু করা কার্যত অসম্ভব। সেই সমস্ত কিছুকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো মাথায় রেখেই বিশ্ব ফুটবলের মোট চারটি ফুটবল সংস্থার সঙ্গে আমাদের আলোচনা হয়। তাদের তরফ থেকে খরচের একটি প্রাথমিক হিসেব পাঠানো হয়।

এক্ষেত্রে আইএসএলের পাশাপাশি আইলিগের মত ফুটবল টুর্নামেন্টে এই সিস্টেম চালু করার ক্ষেত্রে সবকিছু খতিয়ে দেখা হয়। আগত মে মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত একটি বিশেষ বৈঠকের কথা রয়েছে। সেখানেই এই প্রক্রিয়া চালু করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।