আট বছর আগে ভারতীয় ফুটবল এরিনাতে প্রবেশ করেছে ইন্ডিয়ান সুপার লীগ (ISL)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) যৌথভাবে ISL টুর্নামেন্ট আয়োজন করে থাকে।
Advertisements
সদ্য নির্বাচিত AIFF সভাপতি কল্যাণ চৌবে এক প্রশ্নের উত্তরে ISL টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে বলেন,”বর্তমানে লীগের ফরম্যাট ঠিক নয়। তবে ভারতীয় আইন অনুযায়ী এটা একটা চুক্তি, এই চুক্তিক্র সম্মান করতে হবে।” এরপরেই কল্যাণ চৌবে বিস্ফোরক মন্তব্যে করে বলেন, “আমরা ২০২৪ সালের আগে চুক্তিটি সংশোধন করার চেষ্টা করব।”
Advertisements
বর্তমানে ISL টুর্নামেন্টে ১১ টি দল খেলছে। ২০২২-২৩ ফুটবল সেশনে এই টাইটেলশিপে কোনও অবনমন না থাকলেও ২০২৪-২৫ ফুটবল মরসুম থেকে লীগে অবনমন থাকবে এবং রেলিগেশনে থাকা দল আইলীগ টুর্নামেন্টে অংশ নেবে।


